মেদিনীপুর কলেজের পড়ুয়ারাই ২৮ টি হস্তশিল্পের স্টল সাজিয়ে বসেছিল। মূলত কলেজ পড়ুয়াদের প্রতিভা খুঁজে বার করতে এবং তাদের সেই প্রতিভাকে উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষই ক্যাম্পাসের ভেতর এই হস্তশিল্প বাজারের আয়োজন করে। সেখানে নানান ধরনের ব্যাগ, মাটির মূর্তি, পেইন্টিং, হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ডের সম্ভার নিয়ে হাজির হয়েছিল ছাত্রছাত্রীরা। পাশাপশি পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন পুষ্টিকর খাবারের স্টল দিয়েছিল।
advertisement
আরও পড়ুন: রাজ্যের প্রথম পুষ্টি পুনর্বাসন কেন্দ্র আগের জায়গায় ফিরিয়ে আনার দাবিতে সরব আদিবাসীরা
পড়ুয়াদের এই স্টলগুলি থেকে নানান হস্তশিল্প সম্ভার ও খাবার কিনতে ভিড় করে বাকি ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যাপকরাও অনেক জিনিস কেনেন। পাশাপাশি উৎসাহিত করেন ছাত্র-ছাত্রীদের।
ক্যাম্পাসে এই বাজার নিয়ে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন, ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়। এইসব কাজের মধ্য দিয়ে ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতের স্বনির্ভর হতে পারে সেদিকেও নজর দিয়েছি আমরা। আগামী দিনে কলেজে আবারও এমন বাজার বসানো হবে বলেও জানিয়েছেন অধ্যক্ষ।
রঞ্জন চন্দ





