TRENDING:

West Medinipur News: ক্যাম্পাসে বাজার বসাল কলেজ কর্তৃপক্ষ! মেদিনীপুরে অবাক কাণ্ড

Last Updated:

মেদিনীপুর কলেজের পড়ুয়ারাই ২৮ টি হস্তশিল্পের স্টল সাজিয়ে বসেছিল। মূলত কলেজ পড়ুয়াদের প্রতিভা খুঁজে বার করতে এবং তাদের সেই প্রতিভাকে উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষ‌ই ক্যাম্পাসের ভেতর এই হস্তশিল্প বাজারের আয়োজন করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কলেজ ক্যাম্পাসেই হস্তশিল্পের পসরা সাজিয়ে বসল ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজ কার্যত বাজারের রূপ নিল। যদিও তাতে কেউ একবিন্দুও অসন্তুষ্ট হলেন না। বরং সকলেই খুশি মনে এই হস্তশিল্প বাজারে অংশ নিলেন, কেনাকাটা করলেন।
advertisement

মেদিনীপুর কলেজের পড়ুয়ারাই ২৮ টি হস্তশিল্পের স্টল সাজিয়ে বসেছিল। মূলত কলেজ পড়ুয়াদের প্রতিভা খুঁজে বার করতে এবং তাদের সেই প্রতিভাকে উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষ‌ই ক্যাম্পাসের ভেতর এই হস্তশিল্প বাজারের আয়োজন করে। সেখানে নানান ধরনের ব্যাগ, মাটির মূর্তি, পেইন্টিং, হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ডের সম্ভার নিয়ে হাজির হয়েছিল ছাত্রছাত্রীরা। পাশাপশি পুষ্টিবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন পুষ্টিকর খাবারের স্টল দিয়েছিল।

advertisement

আরও পড়ুন: রাজ্যের প্রথম পুষ্টি পুনর্বাসন কেন্দ্র আগের জায়গায় ফিরিয়ে আনার দাবিতে সরব আদিবাসীরা

পড়ুয়াদের এই স্টলগুলি থেকে নানান হস্তশিল্প সম্ভার ও খাবার কিনতে ভিড় করে বাকি ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যাপকরাও অনেক জিনিস কেনেন। পাশাপাশি উৎসাহিত করেন ছাত্র-ছাত্রীদের।

View More

ক্যাম্পাসে এই বাজার নিয়ে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন, ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়। এইসব কাজের মধ্য দিয়ে ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতের স্বনির্ভর হতে পারে সেদিকেও নজর দিয়েছি আমরা। আগামী দিনে কলেজে আবারও এমন বাজার বসানো হবে বলেও জানিয়েছেন অধ্যক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ক্যাম্পাসে বাজার বসাল কলেজ কর্তৃপক্ষ! মেদিনীপুরে অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল