TRENDING:

West Midnapore News: কাঁচা মাংস ও ছানার মণ্ডা দিয়ে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় মেদিনীপুরের ঘোষ পরিবারে

Last Updated:

গত বছরের রেখে দেওয়া কাঠামোর উপর মাটির প্রলেপ দেওয়া হয়। এরপর চলে রং এবং মাটির কাজ। তার পর দেবীর অলংকরণ। ধূপ কেনা হয় না বাজার থেকে। মাসখানেক ধরে পরিবারের সদস্যরা বাড়িতেই তৈরি করেন বিশেষ সুগন্ধি ধূপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: ঐতিহ্য সম্বলিত মেদিনীপুর জেলার পুরনো জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম ঘোষ পরিবারের পুজো। যে পুজো দেখতে ভিড় জমান শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন। মূলত ঘোষ পরিবারের সদস্য দ্বারিকানাথ ঘোষ জমিদার ছিলেন। সেই জমিদারির উদ্দেশ্যেই মেদিনীপুরে আগমন। জমিদারি প্রথা এবং সে প্রথার সুবাদে প্রথম আরামবাগে দুর্গাপুজো শুরু করেন।
advertisement

সেখানেই তিনি এই পুজোর প্রথম প্রচলন করেন। এরপর এই পুজো ধীরে ধীরে উঠে আসে মেদিনীপুর শহরের মীরবাজার এলাকায়। পাঁচ-ছয় প্রজন্ম ধরে এই ঘোষ পরিবারের পুজো করে আসছেন বর্তমান সদস্যরা।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীদের হাতে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো! জানুন সুদীর্ঘ ইতিহাস

এই পুজোতে মূল বিশেষত্বই হল, মাকে দেওয়া হয় কাঁচা মাংস ও ছানার তৈরি বিশেষ মণ্ডা। মা সন্তুষ্ট হওয়ার পর সেই ভোগ অতিথিদের এবং আশেপাশের পরিবারকে দেওয়া হয়। এই জগদ্ধাত্রী প্রতিমা মূলত দুর্গাপুজোর বিসর্জনের পর সেই বিসর্জনের মাটি নিয়ে এসে তৈরি হয়।

advertisement

View More

আরও পড়ুন: রাজ্যজুড়ে পালিত হল ছট পুজোর উৎসব, চলল স্নান পর্ব ও সূর্যপ্রণাম

গত বছরের রেখে দেওয়া কাঠামোর উপর মাটির প্রলেপ দেওয়া হয়। এরপর চলে রং এবং মাটির কাজ। তার পর দেবীর অলংকরণ। এই পুজোতে ধূপ কেনা হয় না বাজার থেকে। প্রায় মাসখানেক ধরে পরিবারের সদস্যরা বাড়িতেই তৈরি করেন এই বিশেষ সুগন্ধি ধূপ। এরপর এই পুজো অনুষ্ঠিত হয় এবং সে পুজোতে অংশগ্রহণ করেন এই পরিবারের বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের ছড়িয়ে থাকা প্রায় ২৫০ জন সদস্য।

advertisement

পুজোর পরেই বিসর্জন হয় এবং সেই পুজোতে দেদার মজা হই হুল্লোড় আমোদ প্রমোদে মেতে ওঠেন ঘোষ পরিবারের সদস্যরা। এই পুজোতে মূর্তি গড়েন এমন শিল্পীরা, যাঁরা বহু বছর ধরে সেই পুজোর সঙ্গে জড়িত। পুজো হয় তান্ত্রিক মতে। পুজো আয়োজন থেকে পুজোর ভোগ বিতরণেও অংশ নেন সদস্যরা। আরামবাগ থেকেই এই পুজো এসেছে মেদিনীপুরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: কাঁচা মাংস ও ছানার মণ্ডা দিয়ে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় মেদিনীপুরের ঘোষ পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল