ফার্স্ট স্টেজে কী ভাবে চিনবেন স্তন ক্যানসারের লক্ষণ? শরীরে পরীক্ষা করুন নিজেই,সতর্ক করছেন বিশেষজ্ঞ
মিটিংয়ে ফেঁসে গেছি…নিড হেল্প!’ DM-এর মেসেজ পেয়ে ঘাবড়ে যান আধিকারিকরা, তড়িঘড়ি এসেই সর্বনাশ, এ কী হল?
মেদিনীপুরের পাথরাতে কিছুটা দূরেই রয়েছে প্রায় ৩০ এর বেশি মন্দির। তবে একসঙ্গে এত সংখ্যক শিবের মন্দির আগে কোথাও দেখেছেন? বেশ কয়েকশো বছরের প্রাচীনত্বের ধারাকে বজায় রেখেছে এই শিবের মন্দির গুলো। ছোট্ট জায়গা চারদিকে রয়েছে প্রায় ১২টি মন্দির। প্রতিদিন প্রতিটি মন্দিরে নিত্য পুজো করেন এক পুরোহিত। জানা যায় বেশ কয়েকশো বছরের পুরানো এই সকল মন্দির। আগে চুন সুরকি দিয়ে তৈরি এই মন্দির হলেও, বর্তমানে তার সংরক্ষণ ও রং করা হয়েছে। তবে এত সংখ্যক শিবের মন্দির এবং তার প্রাচীনত্ব অবাক করবে।
advertisement
বাংলা ওড়িশা সীমানা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ওড়িশার কামারদা এলাকা। এখানেই রয়েছে এই শিবের মন্দির। একই উচ্চতা বিশিষ্ট এবং চারিদিকে ঘিরে করে থাকা প্রায় ১২ টি মন্দির। ভৈরবেশ্বর, সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর, ঈশানেশ্বর শহর প্রতিটি মন্দিরের নাম ভিন্ন ধরনের। নিত্যদিনই প্রতিটি মন্দিরে পুজো করেন পুরোহিত। নির্দিষ্ট উপাচার মেনে, কলা, চাল, বেলপাতা সহ একাধিক পুজোর উপকরণ দিয়ে পুজো হয় প্রতিদিন।। বহু ভক্ত আছেন এখানে তার মনস্কামনা জানিয়ে।
তবে বেশ কয়েকশো বছরের প্রাচীনত্বের ধারাকে বহমান রেখেছে এই মন্দির গুলো। তার সংরক্ষণ করেছে এলাকাবাসীরা। তবে প্রতিটি মন্দিরের চূড়া আলাদা আলাদা। এলাকার বাসিন্দা প্রনবেশ রায়ের পারিবারিক এই মন্দির গুলো। যা শতাধিক বছরের ইতিহাস বহন করে চলেছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের থেকে সীমানা থেকে এর দূরত্ব সামান্য। তাই, সামান্য কিছুক্ষণের জন্য ঘুরে দেখতে পারেন এই জায়গা। নিমেষে মন ভালো হয়ে যাবে আপনার।