North 24 Parganas News: রাজ্যজুড়ে পালিত হল ছট পুজোর উৎসব, চলল স্নান পর্ব ও সূর্যপ্রণাম

Last Updated:

রাজ্যের পাশাপাশি জেলায়ও পালিত হচ্ছে ছট পুজোর উৎসব, চলছে স্নান পর্ব।

+
রাজ্যজুড়ে

রাজ্যজুড়ে পালিত হল ছট পুজোর উৎসব

#উত্তর ২৪ পরগনা: আজ ছট পুজোর শেষ দিন। জাঁকজমক ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলায়ও পালিত হচ্ছে ছট পুজো উৎসব। মূলত রবিবার বিকেল থেকেই গঙ্গা পুজোয় অংশ নেন ছটব্রতীরা। দীপাবলির পরে পালিত হয় ছট পুজো। চার দিন ধরে চলে এই পুজো। জানা যায় এটি মূলত সূর্যদেব ও তার পত্নী উষা দেবীর পুজো। উপোস রেখে এই পুজো করতে হয় বলে বেশ কষ্টসাধ্য কাজ ছট পুজো প্রচুর রীতি আচার মানতে হয়।
সূর্যোদয়ের আগেই স্নান সেরে ফেলতে হয়। সারাদিন নীরম্বু উপবাস রাখা হয়। মহাভারতে ছটের সূত্র পাওয়া যায়। সূর্যপুত্র কর্ণের সূর্য উপাসনা থেকে এই রীতির প্রচলন বলেও অনেকে মনে করেন। আবার অনেকের মতে, ১৪ বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফেরেন ফিরে তিনি ও সীতা দুজনেই সূর্য দেবতার তপস্যায় উপবাস করেন।
আরও পড়ুন: ভয়াবহ! মর্মান্তিক মোরবিতে বিজেপি সাংসদের গোটা পরিবার শেষ, ১২ সদস্যের মৃত্যু!
ছটব্রতীরা তাই শেষ দিনেও গঙ্গায় গিয়ে পুজোর মাধ্যমে নিজেদের অর্ঘ্য নিবেদন করছেন। জেলার বিভিন্ন পুকুর ও ঢিলেও ব্রত পালনে ভিড় করেছেন মহিলারা। প্রথম দিন স্নানের পরে লাউয়ের তরকারি ছোলার ডাল পায়েস রান্না করা হয় একটা গোটা কলার কাঁদি উৎসর্গ করা হয় সূর্যদেবকে। দ্বিতীয় দিনে গুড়ের পায়েস ও পুড়ি নিবেদন করেন অনেকেই তারপর উপশীরা নিয়ম ভঙ্গ করেন। তৃতীয় দিন হল কঠিনতম দিন। এই দিন খাদ্য ও জল ছাড়া উপবাস করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষা দিল গুজরাত! রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের
এমনকী নিজের থুতুও গেলা যায় না। চতুর্থ দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যদেবের কাছে প্রার্থনা সরে অবশেষে এই ব্রতের সমাপ্তি হয়। যদিও এখন ছট পুজোর উদযাপন শুধু অবাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারাদেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উৎসবকে আপন করে নিয়েছে। এই পুজো হিন্দু বর্ষপঞ্জিকার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয়। জেলার বিভিন্ন ঘাটে মিষ্টার সঙ্গে এই রীতি পালনের মধ্যে দিয়ে স্নান করতে দেখা গেল অগণিত ভক্তদের।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজ্যজুড়ে পালিত হল ছট পুজোর উৎসব, চলল স্নান পর্ব ও সূর্যপ্রণাম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement