বর্ষায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল দাসপুরের বিস্তীর্ণ এলাকা৷ বাঁধ ভাঙতেই পরিদর্শনে এসেছিলেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। নেতা হোক বা মন্ত্রী জনসাধারনের চোখে সবাই সমান ৷ সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি মতো কাজও তো হওয়া দরকার! কিন্তু আদৌ সেই কাজ হয় না৷
আরও পড়ুন: ভেঙেছে পারাপারের বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকোয় চড়ে নদী পারাপার!
advertisement
প্রসঙ্গত, দাসপুরের রাজনগরে শিলাবতী নদীর বাঁধ মেরামতি এখনও পর্যন্ত হয়নি। সেই ভাঙা বাঁধ দিয়ে আবারও বৃষ্টি হযে় শিলাবতী নদীর জলস্তর বাড়তেই রাজনগর এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে, আতঙ্কে জেরবার রাজনগরের বেশ কিছু এলাকাবাসী। বৃষ্টি তো হচ্ছেই, আবার যদি শিলাবতী নদীর জলস্তর বাড়তে থাকে তাহলে গ্রামগুলোকে কি আর চেনা যাবে?
আরও পড়ুন: চালু হচ্ছে ক্যাথল্যাব, ধীরে ধীরে শুরু হবে হৃদরোগ সমেত অন্যান্য চিকিৎসাও
শিলাবতী নদীর জলস্তর বাড়ায় ইতিমধ্যেই রাজনগর এলাকায় প্রবেশ করতে শুরু করেছে বন্যার জল, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষজন। এবার কি তাহলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়তে হবে রাজনগর কে? কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীদের । কবে ঠিক হবে নদীর পাড়? প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষ। শুধু দাসপুরের রাজনগর নয়, ঘাটালে দুই-একদিনের টানা বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এবার কি তাহলে বন্যার জলে ভাসতে চলেছে ঘাটাল মহকুমাবাসী? সুত্রের খবর, বেশ কিছুদিনের মধ্যেই প্লাবিত হতে পারে ঘাটাল দাসপুর সহ বিভিন্ন এলাকাগুলি দুই-এক দিনের টানা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত জলমগ্ন ঘাটালের বেশ কিছু এলাকার রাস্তাঘাটগুলি। এমনই ছবি লক্ষ্য করা গেল দেওয়ানচক ১, দেওয়ানচক ২ ,অজবনগর ১, অজবনগর ২ এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত সহ ঘাটালের বেশ কিছু এলাকায়৷ ইতিমধ্যেই বৃষ্টির জলে প্লাবিত হয়ে গিয়েছে এই এলাকাগুলি৷
Partha Mukherjee