কিন্তু কয়েক মিনিটের প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয় খড়্গপুরের কৌশল্যার মাঝিপাড়া। দু মিনিটের ঝড়েই ভেঙে পড়ে বেশ কয়েকটি বড় বড় গাছ। প্রায় সাত থেকে আটটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। মাঝি পাড়ার বাসিন্দা রাকেশ দলুই এর বাড়ির উপর গাছ ভেঙে পড়লে বাড়ীর এ্যাজবেস্টার ভেঙে পড়ে, ফলে স্বামী-স্ত্রী দুজনেই আহত হন।
আরও পড়ুনঃ স্টোরেজেই আলু ৩০ টাকা প্রতি কিলো! চিন্তায় মধ্যবিত্ত
advertisement
অন্যদিকে এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বেশ কয়েকজনের বাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষেরা পুরসভার সহায়তায় ভেঙে পড়া গাছগুলো উদ্ধার করে রাস্তা পরিস্কারের কাজে হাত লাগায়। যদিও এখুনি ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয় বলে পুরসভা সুত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ মেদিনীপুর জেলা পরিষদ পুরানো ভবনকে হেরিটেজ করার দাবি
অন্যদিকে এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ায় ঘটনাস্থলে বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ শুরু করেছে। শুধু খড়্গপুরই নয় জেলার বেশকিছু অঞ্চলে ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে বলে সুত্রের খবর।
Partha Mukherjee