মৃত ছাত্রের নাম সুব্রত হাঁসদা, বয়স ১২ বছর। বাড়ি দেউলাতে। সুব্রত দেউলা বাপুজি শিক্ষাসদনের ছাত্র ছিল। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে স্কুলের দিকে যায়। কিছু খাবার কেনার ছিল। পাশাপাশি খেলাধুলো করার ইচ্ছেও ছিল।
আরও পড়ুন: মর্মান্তিক! বাজি ধরে ১৫০ মোমো, খেতে খেতেই মাটিতে লুটিয়ে পড়লেন যুবক! ঘটনায় শিউরে উঠবেন
advertisement
আরও পড়ুন: ৫ টাকা ডেলিভারি ফি দিতে লিঙ্কে ক্লিক, ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যা ঘটল, শিউরে উঠবেন!
বিকেলে বৃষ্টি শুরু হতে পুকুর পারে থাকা একটি ঝুপড়ি দোকানে বসেছিল। কোনওভাবে পুকুরে পড়ে যায় সে। মৃগী রোগী বলে এরপর আর পুকুর থেকে উঠতে পারেনি। সন্ধ্যা হলে বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে খুঁজে পায়নি। রবিবার সকালে স্কুলের সামনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সামনের পুকুরে ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Ranjan Chanda