TRENDING:

West Midnapore News: খোলা মাঠের মধ্যে পড়ে মৃত পূর্ণবয়স্ক হাতি, দেখেই সকলের চোখে জল

Last Updated:

এই পূর্ণবয়স্ক দাঁতাল-টিই তার দলের 'প্রধান' ছিল। তাই, ড্রাইভের সময় বা এলাকা পরিবর্তনের সময়, নিজে সবার পেছনে থাকত সে। দ্রুত গতিতে পালানোর সময়, কাছাকাছি থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: রবিবার সাত সকালেই মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত শালবনী ব্লকের লক্ষ্মণপুর এলাকায় মাঠের মাঝে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বনদফতর এবং স্থানীয়দের অনুমান, দক্ষিণবঙ্গের অন্যতম বয়স্ক হাতি ছিল এটি। বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। স্বাভাবিকভাবেই, পূর্ণবয়স্ক এই হাতিটির মৃত্যুতে শোকের ছায়া এলাকায়! ঘটনাস্থলে পৌঁছেছেন মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা। আছেন শালবনী থানা তথা পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরাও। কয়েকশো উৎসাহী মানুষ ভিড় জমান এলাকায়।
advertisement

আরও পড়ুন Chhath puja: ছট পুজোতে ফলের বাজার অগ্নিমূল্য,পকেট বাঁচিয়ে চলছে ছট ব্রত

 

এদিকে, পূর্ণবয়স্ক এই দাঁতাল হাতিটির মৃত্যু হল কীভাবে? তা নিয়েই এই মুহূর্তে জল্পনা এলাকাবাসীর মধ্যে। প্রাথমিক অনুমান, বয়স জনিত কারণে বা অসুস্থ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, এই পূর্ণবয়স্ক দাঁতাল-টিই তার দলের 'প্রধান' ছিল। তাই, ড্রাইভের সময় বা এলাকা পরিবর্তনের সময়, নিজে সবার পেছনে থাকত সে। দ্রুত গতিতে পালানোর সময়, কাছাকাছি থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না৷

advertisement

View More

আরও পড়ুন Murshidabad News: ডোমকল হাসপাতালে দালাল চক্রের শিকার সাধারণ মানুষ, পাকড়াও এক অভিযুক্ত

মেদিনীপুর শহর থেকে চিকিৎসকদল শালবনিতে গিয়ে মৃতদেহর ময়নাতদন্ত করবে। তার পরেই হাতির মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এডিএফও (ADFO) বিজয় চক্রবর্তী জানিয়েছেন, "নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হবে। তারপরই সঠিক কারণ বোঝা যাবে।" তিনি এও জানিয়েছেন, ময়নাতদন্তের পর, চিকিৎসক ও বনদফতরের আধিকারিকদের উপস্থিতিতে এসওপি (SOP) মেনে ওই এলাকাতেই, গভীর জঙ্গলের মাঝে, পূর্ণবয়স্ক হাতিটিকে দাহ করা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: খোলা মাঠের মধ্যে পড়ে মৃত পূর্ণবয়স্ক হাতি, দেখেই সকলের চোখে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল