এই বছর ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও তাণ্ডব শুরু করেছে হাতি। এদিন দাঁতনের তররুই পঞ্চায়েতের কুস্তুরিয়া এলাকায় ঢুকে পড়ে এক দলছুট দাঁতাল। আর গ্রামে ঢুকেই শুরু করে তাণ্ডব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নয়াগ্রামের দিক থেকে কুস্তুরিয়া গ্রামে ঢোকে ওই হাতিটি। তাকে তাড়াতে গ্রামের মানুষ বেরিয়ে আসে। খবর দেওয়া হয় বন দফতরকে। কিন্তু তারা এসেও হাতেটিকে সহজে বাগে আনতে পারেনি।
advertisement
আরও পড়ুন: সরকারি প্রাথমিক স্কুলে এই প্রথম শিশু মনের বিকাশে অভিভাবকের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা
এদিকে গ্রামবাসীদের দেখে হাতিটি ভয় পেয়ে দৌড় দৌড়ি শুরু করলে নষ্ট হয় বিকেল পর বিঘে জমির ফসল। প্রসঙ্গত দাঁতনের বড়া, মহেশপুর, কুস্তুরিয়া এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এমনিতেই দিন কয়েক আগে শিলাবৃষ্টির কারণে বহু ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তার ওপর এদিন হাতির তাণ্ডবে ফের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত এলাকার কৃষকদের। এদিকে সন্ধে হয়ে গেলেও তাকে জঙ্গলে পাঠাতে পারেনি বনকর্মীরা। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হয়েছে। কারণ রাতের অন্ধকারে হাতি যদি কারোর বাড়ি ভাঙচুর করে তবে প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা।
রঞ্জন চন্দ