আরও পড়ুন: বৈদিক রীতির বদলে আদিবাসী প্রথায় মা দুর্গার পুজো! চণ্ডীপাঠের স্তোত্র লেখা অলচিকি’তে
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুরের ঐতিহ্য কাঁসা, পিতল শিল্প। আর জগৎবিখ্যাত ঘরোয়া এই শিল্পকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। মণ্ডপের ভিতরের সাজসজ্জায় কাঁসা, পিতলের উপর একাধিক প্রতিমার মূর্তি আছে। যা বাড়তি শোভা বাড়াবে মণ্ডপের ভেতরের অংশে। অন্যদিকে কয়েকদিন আগেই চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণের পর চাঁদের মাটিতে ল্যান্ড করায় সেই স্থানের নাম দেওয়া হয়েছিল শিবশক্তি। আর এই পুজোর আয়োজক ক্লাবের নামেও শিবশক্তি আছে। তাই মণ্ডপেপের বাইরের অংশে থাকছে চন্দ্রযান-৩ এর বিশেষ আকর্ষণ। জোরকদমে চলছে কাঁসা-পিতল শিল্পের উপর দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলার কাজ।
advertisement
সব মিলিয়ে রামজীবনপুরের এই দেওপুর শিবশক্তি ক্লাবের দুর্গাপুজোয় এই বছর থাকছে একাধিক চমক। যা দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ।
রঞ্জন চন্দ