মূলত, হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠলেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অভাবে রোগী ভর্তি নিতে পারছেনা আয়ুস কর্তৃপক্ষ। এলাকাবাসীরা জানান, আউটডোর চলছে ঠিকই, কিন্তু যদি এখানে রোগী ভর্তি করা হয় তাহলে এই অঞ্চলের প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুনঃ আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরের নতুন চেয়ারম্যান হলেন ডাঃ রাজেন্দ্র প্রসাদ সিং
advertisement
আয়ুস হাসপাতালের আউটডোরে আসা মানুষেরা জানান, এই এলাকায় হাসপাতাল গড়ে উঠেছে তা খুবই ভালো, কিন্তু হাসপাতালে এখন কোনও রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, যদি রোগী ভর্তি করে চিকিৎসার পরিষেবা দ্রুত চালু হয় তাহলে হাসপাতালের আশেপাশের বহু গ্রামের মানুষেরা উপকৃত হবেন। কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধিকাংশ সময় রোগীর সংখ্যা অত্যাধিক হওয়ায় চিকিৎসা পরিষেবা সেভাবে পাওয়া যায় না।
আরও পড়ুনঃ লাগানো হয়েছে হলুদ বোর্ড, বছর ঘুরলেও শুরু হয়নি রাস্তার কাজ
তাই এই হাসপাতালে রোগী ভর্তি করে চিকিৎসা করার পরিষেবা চালু হলে ভালো হয়।এবিষয়ে আয়ুস হাসপাতালের ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার অরুণ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে উনি ব্যস্ত থাকায় প্রতিক্রিয়া মেলেনি।
Partha Mukherjee