শুধু অঙ্কন প্রতিযোগিতা নয়, জেলার সাংবাদিকরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনও করেন। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে হওয়া এই প্রতিযোগিতায় ২৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে মোট চারটি বিভাগে। ঝাড়গ্রাম সংবাদ ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, মহকুমাশাসক বাবুলাল মাহাত, ঝাড়গ্রাম পুরসভা পুরপ্রধান কবিতা ঘোষ সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: মানুষকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল পুলিশ
রবিবার সকাল ৮ টায় অঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের চারটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা আয়োজিত হয়। সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন জেলাশাসক সহ উপস্থিত অন্যরা। পাশাপাশি গত ৭ ফেব্রুয়ারি পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতায় জয়ীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেন আধিকারিকেরা। জেলাশাসক, পুলিশ সুপার বলেন, সংবাদের পাশাপাশি ঝাড়গাম রিপোর্টার্স ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সদস্যদের ধন্যবাদ জানাই। খবরের পাশাপাশি সমাজের জন্য এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সত্যি প্রশংসনীয়। নাওয়া-খাওয়া ভুলে সাংবাদিকরা সাধারণ মানুষের হাতের কাছে খবর পৌঁছে দেন। এবার সাংবাদিকদের অন্য নজির দেখল জঙ্গলমহল।
রঞ্জন চন্দ






