হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক স্বপন মণ্ডল ও তাঁর পরিবার। সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় গভীর দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, রাধানগর গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডল কিছুদিন আগেই মাঠ থেকে পাকা ধান কেটে নিজের খামারে মজুত করে রেখেছিলেন। গভীর রাতে গ্রামের মানুষজন যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় হঠাৎই খামারের দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খামারে রাখা ধানের স্তুপে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায় স্বপন মণ্ডল ও আশপাশের বাসিন্দাদের।
আরও পড়ুনঃ সকালে কাজে এসে মাথায় আকাশ ভেঙে পড়ল কর্মীদের! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালির মহাদেব জুটমিল
রাতের অন্ধকার উপেক্ষা করেই সকলে ছুটে এসে পাম্প চালিয়ে ও বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণ প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে খামারে মজুত রাখা অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক স্বপন মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কোনও স্বাভাবিক দুর্ঘটনা নয়। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে খামারে রাখা ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই কৃষক ও তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।
ঘটনার সঠিক তদন্ত, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।





