TRENDING:

Historical Medinipur: একের পর এক বাংলা মায়ের দামাল ছেলে দেশের স্বাধীনতা সংগ্রামে লড়েছেন, অন্যদিকে ৩ স্বৈরাচারী ব্রিটিশ শাসক নিয়েছেন ভয়ানক পদক্ষেপ, রইল ইতিহাসের হাত ধরে মেদিনীপুরে ঘোরা

Last Updated:

Historical Place In Medinipur: সেই সময়ের অত্যাচার, ভারতীয়দের উপর নির্মমতা শিহরিত করে সকলকে। ভাবিয়ে তোলে সেদিনের কাহিনী। ৯০ বছর আগের সেই ইতিহাস এখনও বয়ে চলেছে শহর মেদিনীপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: পরপর তিন বছর, তিন বছরে তিন জেলাশাসককে হত্যা করে অত্যাচারী ব্রিটিশদের ভয় ধরিয়েছিল এই বাংলার বিপ্লবীরা। সাক্ষী ছিল শহর মেদিনীপুর। অত্যাচারী ব্রিটিশদের থেকে দেশমাতৃকাকে মুক্তি দিতে প্রাণপণ লড়াই করেছেন ভারতীয়রা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম পীঠস্থান মেদিনীপুর। মেদিনীপুরে তরতাজা বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ভয় ধরিয়েছিল ব্রিটিশ শাসকদের। পরপর তিন বছর, হত্যা করা হয় তিন অত্যাচারী ব্রিটিশ শাসকদের।
advertisement

যে স্মৃতি আজও বহন করে চলেছে শহর মেদিনীপুর। মেদিনীপুর শহরের উপকণ্ঠে তিন অত্যাচারী জেলাশাসককে সমাধিস্ত করা হয়। তিন বছরে তিনজন অত্যাচারী জেলাশাসককে হত্যা করেছিলেন মেদিনীপুরের দামাল ছেলেরা। আজ থেকে প্রায় ৯০ বছরেরও বেশি সময়ের আগের সেই ইতিহাস শিহরণ জাগায়।

আরও পড়ুন  Health Risk: ‘বাতাসে বিষ’- করোনার মতো প্যাচ ফের দেখা যাচ্ছে ফুসফুসে, সিটি স্ক্যানে ভয়াবহ ছবি

advertisement

সালটা ১৯৩০। জেলা মেদিনীপুর শাসনের জন্য জেলাশাসক হয়ে আসেন পেডি। জেলাশাসক হয়ে আসার পর শুরু করেন অকথ্য অত্যাচার। ভারতীয়দের উপর নির্মম নির্যাতন, শোষণ চালাতেন এই অত্যাচারী জেলাশাসক। হিজলি বন্দি নিবাসে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন তিনি। তবে এই অত্যাচারী জেলা শাসককে মারার পরিকল্পনা করে বিপ্লবীরা। সেই মত ১৯৩১ সালের এপ্রিল মাসে তাকে লক্ষ্য করে গুলি চালান দুই বিপ্লবী, বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ। মৃত্যু হয় জেলাশাসক পেডির।

advertisement

পেডির পর মেদিনীপুরে জেলাশাসকের দায়িত্বে আসেন ডগলাস। তিনিও জেলাশাসক পেডির মতই অত্যাচারী। তবে বিপ্লবীদের করা হুমকিতে কিছুটা সতর্ক হলেও অত্যাচার কমেনি তার। এরপর তাকে হত্যা করার পরিকল্পনা করে বিপ্লবীরা। পেডি হত্যার এক বছর পর ১৯৩২ সালের এপ্রিল মাসেই জেলা পরিষদ সভাগৃহে সভা চলাকালীন গুলি করে হত্যা করা হয় ডগলাসকে। গুলি চালিয়েছিলেন বাংলার বাঙালি দুই বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল। পরপর দু বছরের দুই জেলাশাসকের হত্যাতে ভয় পেয়েছিল ইংরেজরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্যারাসুট ছিঁড়ে মাঠে পড়ল রহস্যময় ডিভাইস, আতঙ্কে কাটোয়ার দাঁইহাট! 
আরও দেখুন

তবে এরপর মেদিনীপুরের দায়িত্বে আসেন বার্জ। ঠিক তার পরের বছর ১৯৩৩ সালের সেপ্টেম্বর মাসে মেদিনীপুর কলেজ মাঠে ফুটবল খেলা চলাকালীন উপস্থিত হন জেলাশাসক বার্জ। বার্জকে হত্যা করেন অপর দুই বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা এবং মৃগেন্দ্রনাথ দত্ত। ৩ বছরের ৩ জেলাশাসকের মৃত্যুর পর মেদিনীপুর শহরে শেখপুরা এলাকায় গির্জার সামনে সমাধিস্থ করা হয় তাদের। কেটে গিয়েছে মৃত্যুর প্রায় ৯০টা বছর। এখনও সেই অত্যাচারের ইতিহাসকে বহন করে চলেছে শহর মেদিনীপুর। আগাছায় থেকে গিয়েছে তাদের সমাধিস্থল। এখানে আসতেন এই তিন ব্রিটিশ শাসকের পরিবারের লোকজন। গবেষকেরা মনে করেন, বিপ্লবীদের সেই অমর গাঁথা স্মৃতি করে রাখুক প্রশাসন। তাদের বীরত্বের নমুনা পরপর তিন জেলাশাসকের সমাধি। তাকে সংরক্ষণ করা উচিত বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Historical Medinipur: একের পর এক বাংলা মায়ের দামাল ছেলে দেশের স্বাধীনতা সংগ্রামে লড়েছেন, অন্যদিকে ৩ স্বৈরাচারী ব্রিটিশ শাসক নিয়েছেন ভয়ানক পদক্ষেপ, রইল ইতিহাসের হাত ধরে মেদিনীপুরে ঘোরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল