এই মর্মে কাজের স্থানে ফলক লাগিয়েও দেওয়া হয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, কাজ সম্পন্ন হলেও কাজ শুরুর ও শেষের তারিখ ফলকে উল্লেখ করা হয়নি। পাশাপাশি তাদের আরও অভিযোগ, নতুন নালা তৈরি করার দেড় মাসের মাথায় নালা ভেঙে পড়েছে। এই নালা কতদিন টিকবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষেরা। এলাকাবাসীদের দাবি, নালা নির্মাণের সামগ্রী ভাল মানের ব্যবহার করে পুনরায় নতুন করে নালা তৈরি করতে হবে।
advertisement
আরও পড়ুনঃ খড়গপুর শহর জুড়ে লাগানো হল ৩২টি CCTV ক্যামেরা
যদিও এ বিষয়ে ঠিকাদার মদন মোহন দে’র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নালা নির্মাণের পরেই বৃষ্টি হওয়ায় নালার কিছুটা অংশ ভেঙে পড়েছে। তবে নালার যে অংশটি ভেঙে পড়েছে, সেটি পুনরায় তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঠিকাদার মদন মোহন দে। যদিও ঠিকাদারের এই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে গ্রামবাসীদের মধ্যে। তারা চান অতি দ্রুত নালার পুনর্নির্মাণ।
Partha Mukherjee