ছোট শিশু, বাচ্চাদের গায়ে নানা ধরনের র্যাশ এবং হাম হওয়ার প্রবণতা বাড়ছে। বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসুস্থ বাচ্চাদের সংখ্যা। হাম থেকে কী ভাবে ছোট শিশুদের রক্ষা করা যাবে কিংবা হাম হলে কী কী ধরনের খাদ্যাভাসের পরিবর্তন এবং কী কী চিকিৎসা করানো উচিত, তা সবিস্তারে তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক আশীষ কুমার মণ্ডল।
advertisement
তিনি বলেন, সদ্যোজাত শিশু কিংবা বাচ্চাদের হাম হলে বাড়িতে আইসোলেশনে থাকা প্রয়োজন।বায়ুবাহিত রোগ হওয়ায় হাম আক্রান্ত বাচ্চাদের সঙ্গে অন্য কোনও সুস্থ ব্যক্তির সংস্পর্শে আসা উচিত নয়। হাম আক্রান্ত কোনও বাচ্চার সুবিধা মতো মাস্ক ব্যবহার করা উচিত। হামে আক্রান্ত হলে দুই ডোজ ভিটামিন এ তেল খাওয়া উচিত। হাম হলে তরল জাতীয় হাই প্রোটিন খাবার খাওয়ানো উচিত। বেশি তেল মশলা জাতীয় খাবার মাছ মাংস না খাওয়ানো শ্রেয়। তাঁর কারণ খাবার হজমে সমস্যা হতে পারে। কোন শিশু কিংবা বাচ্চা অসুস্থ হলে অতি অবশ্যই স্থানীয় চিকিৎসা কেন্দ্র কিংবা চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
(উপরিউক্ত বিভিন্ন ধরনের পরামর্শ চিকিৎসকের মত অনুযায়ী লেখা। হাম বা অন্য কোনও রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল)
Ranjan Chanda