Abhishek Banerjee | Cooch Behar: মাঝে মধ্যেই থেমে গেল কনভয়! ‘জনসংযোগ যাত্রার’ দ্বিতীয় দিনে মানুষের আরও কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Last Updated:

তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মাস ধরে চলবে তৃণমূলের এই বিশেষ জন সংযোগ যাত্রা৷ আর এই ২ মাস কলকাতায় থাকবেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়৷ পৌঁছে যাবেন একের পর এক জেলায়, একের পর এক গ্রামে৷ রাতে শিবিরেই রাত্রিবাস করবেন৷ দিন হতেই ফের যাত্রা শুরু৷

উত্তরবঙ্গ: সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ বহু আগে থেকেই তাই সংগঠনের দিকে বিশেষ মনযোগ দিতে শুরু করেছে রাজ্যের শাসকদল৷ পাশাপাশি, মানুষের মন বুঝতেও নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি৷ ‘দিদির দূত’ থেকে শুরু করে হালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’৷ এই সবেরই লক্ষ্য, সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনা এবং তাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়া৷ গত মঙ্গলবার থেকে কোচবিহারে ‘জনসংযোগ যাত্রা’ শুরু করেছেন অভিষেক৷ আজ সেই কর্মসূচির দ্বিতীয় দিন৷ আর এই দ্বিতীয় দিনে তিনি ছুঁলেন রাজবংশী আবেগ।
এদিন কোচবিহারে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তিনি। জানান, "পঞ্চানন বর্মা রাজবংশী জনজাতির নয়া সত্তা পরিচয়ের দিশারি। কোচবিহারে #JonoSanjogYatra-এর দ্বিতীয় দিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে আমি ঋদ্ধ হলাম। নতমস্তকে তাঁর পদতলে প্রার্থনা জানালাম সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের জন্য।’’
আরও পড়ুন: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট
অভিষেকের কথায়, ‘‘যে রাজবংশী সম্প্রদায়ের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য রায় সাহেব পঞ্চানন বর্মা তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁকে আমি শতকোটি প্রণাম জানাই।’’
advertisement
advertisement
মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। তারপরে সভা করেন মাথাভাঙায়৷
advertisement
প্রাথমিক পর্বে দলীয় প্রার্থীর নাম বাছাইয়ের উদ্দেশে আয়োজিত ভোট পর্বে বিশৃঙ্খলা হয়েছে বটে, কিন্তু, অপর দিকে কোথাও পায়ে হেঁটে, কোথাও কনভয় থামিয়ে জনসংযোগ কর্মসূচি চালিয়ে গিয়েছেন অভিষেক৷ কথা বলেছেন পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে৷ বোঝার চেষ্টা করছেন তাঁদের অভাব অভিযোগ৷
আরও পড়ুন: দলীয় কর্মীদের কড়া বার্তা, ‘দলের নির্দেশ না মানলে ঘরে বসে যান’, হঠাৎ এই কথা কেন বললেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়!
তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মাস ধরে চলবে তৃণমূলের এই বিশেষ জন সংযোগ যাত্রা৷ আর এই ২ মাস কলকাতায় থাকবেন না অভিষেক৷ পৌঁছে যাবেন একের পর এক জেলায়, একের পর এক গ্রামে৷ রাতে শিবিরেই রাত্রিবাস করবেন৷ দিন হতেই ফের যাত্রা শুরু৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee | Cooch Behar: মাঝে মধ্যেই থেমে গেল কনভয়! ‘জনসংযোগ যাত্রার’ দ্বিতীয় দিনে মানুষের আরও কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement