আরও পড়ুন: বিধি মেনে ধূপগুড়িতে বাড়িতেই ভোট প্রবীণদের
সিটি স্ক্যান ও ডায়ালিসিস করতে হলে মোটা টাকা খরচ করতে হয়। এতদিন স্থানীয় সরকারি হাসপাতালে এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থা না থাকায় খড়্গপুরের সাধারণ মানুষ সমস্যায় পড়ছিল। তবে অবশেষে স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তে তাঁদের সমস্যার সুরাহা হতে চলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে চলবে খড়গপুর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবা দেওয়া হবে। এর জন্য দুটি বেসরকারি সংস্থাকেও বেছে নেওয়া হয়েছে।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড থাকলে ৩৫ শতাংশ কম খরচে খড়গপুর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবা পাবেন রোগীরা। আগামী তিন মাসের মধ্যে এই পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এই পরিষেবা চালু হলে এলাকার বাসিন্দাদের সিটি স্ক্যান বা ডায়ালিসিস করার জন্য অন্য কোথাও যেতে হবে না। এর ফলে অনেকটা খরচ বাঁচবে এলাকাবাসীর।
রঞ্জন চন্দ