প্রসঙ্গত, গত ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে নিহত হয় দুজন মহিলা সহ নয় জন গ্রামবাসী, আহত হয় ২৮ জন। সেই ঘটনায় খুনের অভিযোগ ওঠে ১৯ জন সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর একে একে গ্রেপ্তার হয় ১৯ জন অভিযুক্ত। এই মামলায় ২০১৪ সালে গ্রেফতার হয় অনুজ পান্ডে, ডালিম পান্ডে এবং তপন দে।
advertisement
আরও পড়ুন: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন
দীর্ঘ ৯ বছর জেলে থাকার পর অবশেষে গত ৩১ শে জানুয়ারি হাইকোর্ট তিন সিপিআইএম নেতাকে জামিনে মুক্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে বেরোলেন ডালিম পান্ডে ও তপন দে। কাগজপত্রের ভুলের জন্য এদিন বেরোতে পারলেন না অনুজ পান্ডে। দলীয় সূত্রে জানা গেছে দু একদিনের মধ্যেই তার কাগজপত্র রেডি হলেই তিনিও মুক্তি পাবেন।
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌতবিজ্ঞান নিয়ে আর ভয় সেই, দারুণ পরামর্শ দিলেন হুগলির নামকরা শিক্ষক
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। দীর্ঘ কয়েক বছর পর দলীয় নেতৃত্ব জামিনে মুক্তি পাওয়ায় উচ্ছসিত দলের নেতা কর্মীরা। সংশোধনাগার থেকে বেরিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎকরে বাড়ির উদ্দেশ্য রওনা দিলেন ডালিম পান্ডে ও তপন দে। উল্লেখ্য, এই মামলায় এখনও ৯ জন অভিযুক্ত থাকলেন সংশোধনাগারে।