TRENDING:

CPIM: ৯ বছর পর জামিন ৩ CPIM নেতার, নতুন করে শিরোনামে নেতাই কাণ্ড!

Last Updated:

CPIM: সংশোধনাগার থেকে বাইরে বেরোতেই দলীয় নেতৃত্ব ও কর্মীরা সাদরে বরণ করলেন ফুলের মালা ও পুস্পস্তবক দিয়ে। জয়ধ্বনি দিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: প্রায় ৯ বছর পর জামিনে মুক্তি পেলেন লালগড়ের নেতাই গণহত্যা মামলায় অভিযুক্ত তিন সিপিআইএম নেতা। তবে কাগজপত্রে ত্রুটি থাকার জন্য একজনকে থাকতে হল সংশোধনাগারে। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পায় ডালিম পান্ডে এবং তপন দে নামে দুই সিপিআইএম নেতা। এদিন সংশোধনাগার থেকে বাইরে বেরোতেই দলীয় নেতৃত্ব ও কর্মীরা সাদরে বরণ করলেন ফুলের মালা ও পুস্পস্তবক দিয়ে। জয়ধ্বনি দিয়ে।
advertisement

প্রসঙ্গত, গত ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে নিহত হয় দুজন মহিলা সহ নয় জন গ্রামবাসী, আহত হয় ২৮ জন। সেই ঘটনায় খুনের অভিযোগ ওঠে ১৯ জন সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর একে একে গ্রেপ্তার হয় ১৯ জন অভিযুক্ত। এই মামলায় ২০১৪ সালে গ্রেফতার হয় অনুজ পান্ডে, ডালিম পান্ডে এবং তপন দে।

advertisement

আরও পড়ুন: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন

দীর্ঘ ৯ বছর জেলে থাকার পর অবশেষে গত ৩১ শে জানুয়ারি হাইকোর্ট তিন সিপিআইএম নেতাকে জামিনে মুক্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে বেরোলেন ডালিম পান্ডে ও তপন দে। কাগজপত্রের ভুলের জন্য এদিন বেরোতে পারলেন না অনুজ পান্ডে। দলীয় সূত্রে জানা গেছে দু একদিনের মধ্যেই তার কাগজপত্র রেডি হলেই তিনিও মুক্তি পাবেন।

advertisement

View More

আরও পড়ুন: মাধ্যমিকে ভৌতবিজ্ঞান নিয়ে আর ভয় সেই, দারুণ পরামর্শ দিলেন হুগলির নামকরা শিক্ষক

মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। দীর্ঘ কয়েক বছর পর দলীয় নেতৃত্ব জামিনে মুক্তি পাওয়ায় উচ্ছসিত দলের নেতা কর্মীরা। সংশোধনাগার থেকে বেরিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎকরে বাড়ির উদ্দেশ্য রওনা দিলেন ডালিম পান্ডে ও তপন দে। উল্লেখ্য, এই মামলায় এখনও ৯ জন অভিযুক্ত থাকলেন সংশোধনাগারে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
CPIM: ৯ বছর পর জামিন ৩ CPIM নেতার, নতুন করে শিরোনামে নেতাই কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল