West Bengal Police: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন

Last Updated:

West Bengal Police: বর ও কনে দুজনেই মথুরাপুর থানাতেই কর্মরত। এরই মাঝে স্বরূপ প্রামাণিক ও রানু জানা একে অপরের প্রেমে পড়ে যায়।

মথুরাপুর থানায় মহাকাণ্ড
মথুরাপুর থানায় মহাকাণ্ড
আনিশ উদ্দিন মোল্লা, মথুরাপুর: আলোর রোশনাইতে সেজে উঠল থানা। থানাতেই বসল বিয়ের আসর। বর-কনে সিভিক পুলিশ কর্মী। তাই তাঁদের বিয়ের আয়োজন হল থানাতেই। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ঘটনা। বৃহস্পতিবার মথুরাপুর থানায় সাজো সাজো রব। কারণ থানার দুই সিভিক পুলিশ কর্মী রানু জানা ও স্বরূপ প্রামাণিকের চার হাত এক হল থানাতেই।
জানা যায়, মথুরাপুর থানার তালপুকুরের বাসিন্দা স্বরূপ প্রামাণিক একজন সিভিক পুলিশ কর্মী। সম্প্রতি তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। অন্যদিকে সিভিক পুলিশ কর্মী রানু জানা দেবীপুর এলাকার বাসিন্দা। তার স্বামী একজন সিভিক পুলিশ কর্মী ছিলেন। সম্প্রতি সেও মারা যায়। এর পরেই স্বামীর জায়গায় সিভিক পুলিশের চাকুরিতে যোগদান করেন রানু জানা।
advertisement
advertisement
বর ও কনে দুজনেই মথুরাপুর থানাতেই কর্মরত। এরই মাঝে স্বরূপ প্রামাণিক ও রানু জানা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এই ঘটনা জনসমক্ষে এলে তাদের দুজনের সম্মতিতে মথুরাপুর থানায় তাদের বিয়ের আয়োজন করা হয়। মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে বৃহস্পতিবার থানাতেই রানু ও স্বরূপের বিবাহ সম্পূর্ণ হয়।
advertisement
থানার দুই পুলিশকর্মীর বিয়েতে এলাহি আয়োজন করা হয় মথুরাপুর থানার পক্ষ থেকে। আলোর রোশনাই সেজে ওঠে গোটা থানা। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য করা হয় ভুরিভোজের আয়োজন। থানার মধ্যেই দুই পুলিশকর্মীর বিয়েতে অভিনব ঘটনার সাক্ষী থাকল মথুরাপুর থানা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement