হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন

West Bengal Police: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন

মথুরাপুর থানায় মহাকাণ্ড

মথুরাপুর থানায় মহাকাণ্ড

West Bengal Police: বর ও কনে দুজনেই মথুরাপুর থানাতেই কর্মরত। এরই মাঝে স্বরূপ প্রামাণিক ও রানু জানা একে অপরের প্রেমে পড়ে যায়।

  • Share this:

আনিশ উদ্দিন মোল্লা, মথুরাপুর: আলোর রোশনাইতে সেজে উঠল থানা। থানাতেই বসল বিয়ের আসর। বর-কনে সিভিক পুলিশ কর্মী। তাই তাঁদের বিয়ের আয়োজন হল থানাতেই। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ঘটনা। বৃহস্পতিবার মথুরাপুর থানায় সাজো সাজো রব। কারণ থানার দুই সিভিক পুলিশ কর্মী রানু জানা ও স্বরূপ প্রামাণিকের চার হাত এক হল থানাতেই।

জানা যায়, মথুরাপুর থানার তালপুকুরের বাসিন্দা স্বরূপ প্রামাণিক একজন সিভিক পুলিশ কর্মী। সম্প্রতি তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। অন্যদিকে সিভিক পুলিশ কর্মী রানু জানা দেবীপুর এলাকার বাসিন্দা। তার স্বামী একজন সিভিক পুলিশ কর্মী ছিলেন। সম্প্রতি সেও মারা যায়। এর পরেই স্বামীর জায়গায় সিভিক পুলিশের চাকুরিতে যোগদান করেন রানু জানা।

আরও পড়ুন: পরীক্ষার বাকি মাত্র ২০ দিন, কী মারাত্মক ঘটনা ঘটালেন মাধ্যমিক পরীক্ষার্থী! সব শেষ

বর ও কনে দুজনেই মথুরাপুর থানাতেই কর্মরত। এরই মাঝে স্বরূপ প্রামাণিক ও রানু জানা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এই ঘটনা জনসমক্ষে এলে তাদের দুজনের সম্মতিতে মথুরাপুর থানায় তাদের বিয়ের আয়োজন করা হয়। মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে বৃহস্পতিবার থানাতেই রানু ও স্বরূপের বিবাহ সম্পূর্ণ হয়।

আরও পড়ুন: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

থানার দুই পুলিশকর্মীর বিয়েতে এলাহি আয়োজন করা হয় মথুরাপুর থানার পক্ষ থেকে। আলোর রোশনাই সেজে ওঠে গোটা থানা। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য করা হয় ভুরিভোজের আয়োজন। থানার মধ্যেই দুই পুলিশকর্মীর বিয়েতে অভিনব ঘটনার সাক্ষী থাকল মথুরাপুর থানা।

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal news, West bengal Police