Abhishek Banerjee: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Last Updated:

সভায় চমক থাকতে পারে, জল্পনা উস্কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ 

লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 
লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 
আবীর ঘোষাল, কলকাতা: তৃণমূলের নজরে পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলারই এক বিজেপি বিধায়কের দল বদল নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে কেশপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে এখানে। আবার বেছে বেছে দলের কর্মীদের নামে কেন্দ্রীয় এজেন্সির কাছে মিথ্যা অভিযোগ জানানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
এই জেলায় বিধানসভা ভোটে তৃণমূলের ফল ভাল। যদিও লোকসভা ভোটে ফল ১-১...আবাস-সহ একাধিক ইস্যুতে এই জেলাতে নানা অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। কিছুমাস আগেই মেদিনীপুর সফরে একজোট হয়ে চলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে পঞ্চায়েত নির্বাচনের  আগে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
advertisement
advertisement
তৃণমূলের  দাবি, মেগা সভা  করে চমক দেওয়া হবে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই এই জেলারই এক বিজেপি বিধায়ককে নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। তৃণমূল কংগ্রেস অফিসে বসে থাকার ছবিও ভাইরাল হয়েছে সেই বিধায়কের। যদিও তা মেনে নেয়নি বিজেপি শিবির ৷ সেই বিধায়ক নিজে অবশ্য জানিয়েছেন তাঁর ছবি বিকৃত করা হয়েছে। এই অবস্থায় কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় চমক থাকবে বলে উল্লেখ করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷
advertisement
তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি  বলেন, এ যাবৎকালের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ হবে এটি। লক্ষাধিক মানুষের উপস্থিত হওয়ার সম্ভাবনা। জেলা জুড়ে জল্পনা তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে বিজেপির বেশ কয়েকজন রাজ্য স্তরের নেতৃত্ব যোগ দেবে তৃণমূলে। জল্পনার মধ্যে রয়েছে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নামও। কারণ, ইতিমধ্যেই হিরণ-সহ আরও একজন সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অজিত মাইতি অবশ্য বলেন, ‘‘বিধায়ক স্তরের অনেকেরই যোগদানের সম্ভাবনা রয়েছে। এখন এ বিষয়ে পরিষ্কার বলতে পারব না।’’
advertisement
তৃণমূলের দাবি, জেলার দুই সাংগঠনিক জেলা, ঘাটাল ও মেদিনীপুরের সীমান্ত এলাকা হচ্ছে আনন্দপুর। তাই আনন্দপুর মাঠকে বেছে নেওয়া হয়েছে। অনেকের আবার দাবি, কেশপুরে গত কয়েক মাস ধরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত, যা বিরোধীদের হাত মজবুত করেছে ওই এলাকাতে। সেই সঙ্গে আনন্দপুর এলাকায় বিজেপির শক্তি বেশি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল হিসেবে আনন্দপুরকেই বেছে নেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement