TRENDING:

West Medinipur News: কয়েক মিনিটের বৃষ্টিতেই দোকানে ঢুকে পড়ল জল, রাস্তা জলমগ্ন হয়ে বন্ধ হয়ে গেল যান চলাচল

Last Updated:

মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। জমা জল ঢুকে পড়ে বেশ কিছু দোকানে। নাজেহাল হন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে। নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা দেখে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। তাঁরা রীতিমত ক্ষুব্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: হাওয়া অফিসের পূর্বাভাস মতই বৃহস্পতিবার সন্ধেয় ঝেঁপে বৃষ্টি নামে চন্দ্রকোনা, ঘাটাল, খড়গপুর, মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। ব্যাপক ঝোড়ো হাওয়া, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে বেশ বেকায়দায় পড়েন মানুষজন। হাওয়া অফিস জানিয়েছে এটাই এই মরশুমের প্রথম কালবৈশাখী। আর তাতেই হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় চন্দ্রকোনার বেশ কয়েক জায়গায়। যাতে পরিষ্কার বৃষ্টি জল বের করার জন্য প্রস্তুত নয় এখানকার নিকাশি পরিকাঠামো।
advertisement

মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। জমা জল ঢুকে পড়ে বেশ কিছু দোকানে। নাজেহাল হন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে। নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা দেখে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। তাঁরা রীতিমত ক্ষুব্ধ। মাত্র মিনিট কয়েকের বৃষ্টির জল বের করতে না পারলে বর্ষাকালে কী হবে সেই প্রশ্নই এখন সবার মনে ঘুরে বেড়াচ্ছে।

advertisement

আরও পড়ুন: রেশনে কম আটা দিচ্ছে ডিলার! গ্রাহকদের অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে ফুড ইন্সপেক্টর দেখলেন 'সব ঠিক আছে'

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় চন্দ্রকোনায় মাত্র ১০-১৫ মিনিট বৃষ্টি হয়েছে। আর এই সামান্য বৃষ্টিতেই জল জমে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।

View More

গাছ শীতলা মোড় চন্দ্রকোনা শহরের প্রাণকেন্দ্র। এই এলাকা দিয়ে মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা রোড সহ একাধিক রাজ্য সড়কের সঙ্গে যোগাযোগ রয়েছে। রাজ্য সড়কের পাশে আছে ছোট-বড় বহু দোকান। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই গাছ শীতলা মোড়ের রাজ্য সড়ককে জল দাঁড়িয়ে যায়। সেই জল ঢুকে পড়ে দোকানের ভিতর। নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত না হ‌ওয়াতেই এই সমস্যা বলে তাঁদের দাবি। পুরসভা, মহকুমাশাসক, জেলাশাসকের কাছে দরবার করেও এই সমস্যার সুরাহা হয়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ফলে বৃহস্পতিবার সন্ধের বৃষ্টিতে আবহাওয়া মনোরম হলেও এখানকার ব্যবসায়ীদের মনে শান্তি নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: কয়েক মিনিটের বৃষ্টিতেই দোকানে ঢুকে পড়ল জল, রাস্তা জলমগ্ন হয়ে বন্ধ হয়ে গেল যান চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল