মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। জমা জল ঢুকে পড়ে বেশ কিছু দোকানে। নাজেহাল হন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে। নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা দেখে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। তাঁরা রীতিমত ক্ষুব্ধ। মাত্র মিনিট কয়েকের বৃষ্টির জল বের করতে না পারলে বর্ষাকালে কী হবে সেই প্রশ্নই এখন সবার মনে ঘুরে বেড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন: রেশনে কম আটা দিচ্ছে ডিলার! গ্রাহকদের অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে ফুড ইন্সপেক্টর দেখলেন 'সব ঠিক আছে'
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় চন্দ্রকোনায় মাত্র ১০-১৫ মিনিট বৃষ্টি হয়েছে। আর এই সামান্য বৃষ্টিতেই জল জমে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
গাছ শীতলা মোড় চন্দ্রকোনা শহরের প্রাণকেন্দ্র। এই এলাকা দিয়ে মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা রোড সহ একাধিক রাজ্য সড়কের সঙ্গে যোগাযোগ রয়েছে। রাজ্য সড়কের পাশে আছে ছোট-বড় বহু দোকান। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই গাছ শীতলা মোড়ের রাজ্য সড়ককে জল দাঁড়িয়ে যায়। সেই জল ঢুকে পড়ে দোকানের ভিতর। নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত না হওয়াতেই এই সমস্যা বলে তাঁদের দাবি। পুরসভা, মহকুমাশাসক, জেলাশাসকের কাছে দরবার করেও এই সমস্যার সুরাহা হয়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ফলে বৃহস্পতিবার সন্ধের বৃষ্টিতে আবহাওয়া মনোরম হলেও এখানকার ব্যবসায়ীদের মনে শান্তি নেই।
রঞ্জন চন্দ