এরপরই হাসপাতালের স্বাস্থ্য পরিসেবা সহ বিভিন্ন পরিকাঠামোর উন্নতি সাধনে মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে কয়েক ঘন্টা ধরে বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ, সুপার এবং পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, IMA এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক তথা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান (HOD) ডাঃ তারাপদ ঘোষ সহ অন্যান্য বিভাগের প্রধান (HOD) রাও।
advertisement
আরও পড়ুনঃ "দান" অ্যাপের মাধ্যমে এবার এক ফোনেই মিলবে প্রয়োজনীয় গ্রুপের রক্ত
সুত্রের খবর অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে ক্যাথল্যাব বা হৃদরোগ সংক্রান্ত বিভাগ (Cath Lab) কবে চালু হবে, তা জানতে চান জেলাশাসক। কলেজ অধ্যক্ষ জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেশিনপত্র এসে পৌঁছলে, নভেম্বর-ডিসেম্বর থেকেই চালু করা সম্ভব হবে। দ্রুততার সঙ্গে বিষয়টি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বৈঠক শেষে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু আরও জানান, "আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই ক্যাথল্যাব চালু করা সম্ভব হবে। অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও স্টেন্ট বসানো বা অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বসানোর কাজ ধীরে ধীরে শুরু হবে।“
আরও পড়ুনঃ ভেঙেছে পারাপারের বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকোয় চড়ে নদী পারাপার!
তিনি আরো বলেন, এই মুহুর্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ক্যান্সার বিভাগ আছে, সেখানে কেমোথেরাপি করা হয়। এবার আমরা রেডিওথেরাপি চালু করতে চাইছি। এই বিষয়ে জেলাশাসককে জানিয়েছি। উনি স্বাস্থ্য ভবনে প্রস্তাব পাঠাবেন বলেছেন। এছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজে একটি আই ব্যাঙ্ক (Eye Bank) তৈরির কাজ চলছে গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে। সেটিও নতুন বছরের শুরুতে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
Partha Mukherjee