কিন্তু, তারপরও মাস ছয়েক কেটে গেছে, এখনো সেতু ভগ্ন অবস্থাতেই পড়ে আছে। প্রায় ৪ কিলোমিটার রাস্তার অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শালবনি পঞ্চায়েত সমিতির অধীন ৮ নং গড়মাল গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই ভূঁইয়াকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মেদিনীপুরের এক কলেজের ছাত্রীর
advertisement
এমনকি, শাসকদলের প্রধান স্বয়ং তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। ক্ষোভ স্থানীয় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মেদিনীপুরের বিধায়কের বিরুদ্ধে। অবিলম্বে ঐ ভগ্ন সেতুর পুননির্মাণ না হলে, আরো বড় বিক্ষোভের পথে যাবেন বলে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিলেন।
আরও পড়ুনঃ গবেষনার জন্য দক্ষিণ কোরিয়ার পুষণ ন্যাশনাল ইউনিভার্সিটি রওনা মিলনের
অন্যদিকে শালবনী পঞ্চায়েত সমিতি সুত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঐ সেতুটির E- TENDER হয়েছে। তবে কোন ঠিকাদারের তরফে এখনও দরপত্র জমা পড়েনি।
Partha Mukherjee