এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বটতলা চকে দক্ষিণা কালিকার মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের নেতৃত্বে বেশ কিছু কর্মী সমর্থক এ দিন সফল উৎক্ষেপণের জন্য মন্দিরে পূজা দেন।
আরও পড়ুন: শিশু কন্যাকে যৌন নিগ্রহ! দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত
advertisement
প্রসঙ্গত এর আগে চন্দ্রযান সফল উৎক্ষেপণের পরেও মিশন পূরণ করতে পারেনি।২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে ভারতের সংস্থা। তবে এবার মহাকাশ বিজ্ঞানীরা আশাবাদী সফল উৎক্ষেপণের জন্য। চাঁদের মাটিতে নেমে দু’সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এতে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং নাসার সাহায্যও নেওয়া হবে।
আরও পড়ুন: ভোট পেরোতেই জেলা জুড়ে অশান্তি, মারপিট! তাজা বোমা উদ্ধার বীরভূমে
জেলা বিজেপির মুখপাত্র অরূপ কুমার দাস জানান, “ভারতের গর্ব চন্দ্রযান-৩। যা ভারতকে পৃথিবীর কাছে মাইলফলক রূপে প্রতিষ্ঠা করবে। তাই যাতে এই চন্দ্রাভিযান সফল হয় তার কারণে মায়ের মন্দিরে পুজো দেওয়া হল। ভারত আরও একধাপ এগিয়ে যাবে।”
রঞ্জন চন্দ