Jhargram News: শিশু কন্যাকে যৌন নিগ্রহ! দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত
- Reported by:RAJU SING
- hyperlocal
Last Updated:
শিশু কন্যাকে শারীরিকভাবে যৌন নিগ্রহ করার ঘটনায় পকসো আদালত দোষী ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
ঝাড়গ্রাম: এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অপরাধে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল পকসো আদালত। বৃহস্পতিবার দোষী ব্যক্তিকে পাঁচহাজার টাকা জরিমানা সহ তিনমাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পকসো আদালত। পাশাপাশি নির্যাতিতা শিশু কন্যার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে তিন লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করেছে আদালত।
জানা গিয়েছে ঝাড়গ্রামের বাসিন্দা এই শিশু কন্যা তার পরিবারের সঙ্গে মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ২৭ মে ২০২০ সালে অন্যান্য শিশু দের সঙ্গে খেলছিল শিশু কন্যাটি। সেই সময় অভিযুক্ত রাজা মান্ডি ওই শিশু কন্যাকে কিছু দেখানোর অজুহাতে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে।
advertisement
advertisement
পরে জখম ও রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পুরো বিষয়টি জানায় শিশুকন্যাটি। জখম ওই শিশুকে সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।ওই দিন রাতেই রাজা মান্ডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুর পরিবার। পকসো ধারায় মামলা রুজু হয়। ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
২০২০ সালে পুলিশ চার্জশিট জমা দেয়। ২০২২ সালে বিচার পক্রিয়া শুরু হয়। মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে পাঁচজন চিকিৎসকও ছিলেন। বুধবার আদালত রাজা মান্ডিকে দোষী সাব্যস্ত করে আদালত । এদিন বৃহস্পতিবার সাজা ঘোষনা হয়।এই বিষয়ে পকসো আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটার জয়ন্ত রায় জানান, ” যৌন নিগ্রহের ঘটনায় আদালত ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।”
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: শিশু কন্যাকে যৌন নিগ্রহ! দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত