স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি বালি বোঝাই ট্রাক্টর। উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই গুরুতর আঘাত পেয়ে বাইক থেকে ছিটকে পড়েন চালক। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক চালক ওসমান গনি মণ্ডলকে (৩৭) চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি চন্দ্রকোনার মহেশপুর পশ্চিমপাড়া এলাকায়
advertisement
আরও পড়ুন: মেডিকেলে মৃত্যু হাওড়ার বছর দেড়েকের শিশুর, ভুগছিল জ্বর-সর্দিতে
এদিকে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় বালি বোঝাই ট্রাক্টরটি। ওই ঘাতক ট্রাক্টরকে পুলিশও এখনও পর্যন্ত ধরতে পারেনি। এই ঘটনায় রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুকান্ত চক্রবর্তী