আরও পড়ুন: স্ত্রীকে মাটিতে পুঁতে দিয়ে মনের আনন্দে ক্যারাম খেলছিলেন স্বামী! ৯ বছর পর সাজা ঘোষণা
ব্যান্ড পার্টির বাজনার তালে তালে আনন্দে নাচছে বর যাত্রী, কনে যাত্রীরা। সারি দিয়ে সাজানো টোটোতে চেপে এসেছেন বর ও কনে। ১২ তম বর্ষে ১৩ জোড়া বর-কনের বিয়ে দিল বেলদা ক্লাব। প্রতিবছর শিক্ষা সামগ্রী প্রদান, ট্রাই সাইকেল প্রদানের পাশাপাশি গণবিবাহের আয়োজন করে পশ্চিম মেদিনীপুরের এই ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষে ছিল সেই গণবিবাহ কর্মসূচি।
advertisement
বিভিন্ন বাছাই পর্বের পর জেলার পিছিয়ে পড়া এলাকার গরিব ছেলেমেয়েদের বিয়ের আয়োজন করে এই ক্লাবটি। প্রতিবছরের মত এই বছর হয় ১৩ জোড়া বর-কনের বিয়ের আয়োজন। বৈদিক মন্ত্র উচ্চারণ, শুভ দৃষ্টি সহ সকল রীতি নিয়ম মেনে আয়োজন করা হয় গণবিবাহের। শুধু তাই নয়, সরকারি মতে বিয়ের রেজিস্ট্রেশন এবং বিয়ের যাবতীয় আসবাবপত্র দেওয়া হয় নব দম্পতিদের। ছিল বৌভাতেরও আয়োজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, বেলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক বিশিষ্টজনেরা। এই বিয়েতে পৌরহিত ও কন্যা সম্প্রদান করেন ক্লাবের মহিলা সদস্যরা।
রঞ্জন চন্দ