TRENDING:

Ancient Temple: প্রাচীন ইতিহাসের নিদর্শন দাঁতনের শ্যামলেশ্বর মন্দির, পুণ্যার্থীদের ভিড় শ্রাবণী সোমবারে

Last Updated:

Ancient Temple: মন্দিরের স্থাপত্যটি বেশ আকর্ষণীয়। প্যাগোডার আদলের ছোঁয়া আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, দাঁতন: বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আছে বহু পুরাকীর্তি। ইতিহাসের নানা নিদর্শন আছে ছড়িয়ে ছিটিয়ে। ওড়িশা সীমান্ত এলাকায় দাঁতনে আছে হাজার বছরের প্রাচীন শিব মন্দির। পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন।অতীতের সাক্ষী হয়ে দাঁতনের মন্দিরবাজার এলাকায় অবস্থিত শ্যামলেশ্বর মন্দির।  এই দেবালয় আনুমানিক হাজার বছরের আগে নির্মিত হয়েছিল বলেই গবেষকদের দাবি। মন্দিরের স্থাপত্যটি বেশ আকর্ষণীয়। প্যাগোডার আদলের ছোঁয়া আছে। মন্দিরটির আদলে প্রাচীনত্বের নানা ছাপ। প্রবেশপথের সামনে কষ্টিপাথরে নির্মিত বৃষভ মূর্তিটি ভাস্কর্যের দিক থেকে মূল্যবান।
advertisement

মন্দিরের প্রতিষ্ঠালিপি না থাকায়, মন্দিরটির প্রতিষ্ঠা কে করেছিলেন, তা সঠিক জানা যায় না। জানা যায় না প্রতিষ্ঠার সময়কালও। গবেষকদের দাবি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মন্দিরটি নির্মিত হয়েছিল। অন্যদের অভিমত, ওড়িশার সূর্যবংশীয় নৃপতি গজপতি মুকুন্দদেব (শাসনকাল ১৫৫৯ – ১৫৬৮) ষোড়শ শতাব্দীর শেষার্ধে মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের চারপাশ পাথরের তৈরি প্রায় দশ ফুটের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভিতরের অঙ্গনটির আয়তন ১৩,৮৮৩ বর্গফুট।

advertisement

তার ভিতর ফুট চারেক উঁচু ভিত্তির উপর মন্দিরটি স্থাপিত। মন্দিরের অলঙ্করণ হিসাবে দেখা যায় মূল প্রবেশপথের সামনে একটি নন্দীমূর্তি। যা কালের আঘাতে ভগ্ন। মন্দিরের উত্তরদিকে পাথরে খোদিত একটি মকরমূর্তি আছে। সামনের দ্বারপথের মাথায় ভগবান বিষ্ণুর অনন্তশয্যা ফলক আছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত ভিড় জমান। তবে বছরে বেশ কিছু বিশেষ দিনে বেশি ভিড় হয়। প্রতিদিন চলে পুজো পাঠ। শ্রাবণের সোমবারেও বেশ ভিড় হয় শ্যামলেশ্বর মন্দিরে। তবে মন্দির ঘিরে রয়েছে নানা অজানা ইতিহাস।  মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে এ পর্যন্ত কোন তথ্য না পাওয়া গেলেও মন্দিরের প্রাচীনত্ব ভক্তদের বেশি করে আকৃষ্ট করে। শ্রাবণের সোমবারের সকাল থেকে মন্দির চত্বরে দেখা গেল ভিড়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Ancient Temple: প্রাচীন ইতিহাসের নিদর্শন দাঁতনের শ্যামলেশ্বর মন্দির, পুণ্যার্থীদের ভিড় শ্রাবণী সোমবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল