TRENDING:

Paschim Medinipur News: পিতৃ পরিচয়হীন শিশু পাচ্ছে বাবা-মা, পাড়ি দেবে ইতালি

Last Updated:

Paschim Medinipur News: পিতৃ পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন কোনও এক অসহায় মায়ের কোল আলো করে জন্ম নিলেও সামাজিক স্বীকৃতি ছিল না তার। তবে সেই শিশু এবার পাড়ি দেবে ইতালির মিলানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ছিল না পিতৃপরিচয়। মানসিক ভারসাম্যহীন কোনও এক অসহায় মায়ের কোল আলো করে জন্ম নিয়েছিল সে। কিন্তু তার ভাগ্য সায় দিচ্ছিল না। জন্মের পর থেকেই লালিত পালিত হয়েছিল মেদিনীপুরের সরকারি হোমে। অবশেষে বছর তিনেকের শিশুর নিজের বাড়ি হচ্ছে ইতালিতে। অ্যালবার্তো ও এলিজাবেতা’র হাত ধরে ইতালি পাড়ি দিচ্ছে বছর তিনেকের শিশু। মেদিনীপুর এসে তিন বছরের এই ছেলেকে দত্তক নিলেন ইতালির এক দম্পতি।
advertisement

মেদিনীপুর শহরের রাঙ্গামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনে লালিত পালিত হয়েছে ছোট্ট শিশুটি। পিতৃ পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন কোনও এক অসহায় মায়ের কোল আলো করে জন্ম নিলেও সামাজিক স্বীকৃতি ছিল না তার। তবে সেই শিশু এবার পাড়ি দেবে ইতালির মিলানে।সমস্ত ধরনের আইনি বৈধতা মেনে তাকে দত্তক নিয়েছেন আলবার্তো রিবনি ও এলিজাবেতা ফেকো।

advertisement

আরও পড়ুন-          ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

আরও পড়ুন-         শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

View More

জেলা প্রশাসন সূত্রে খবর, আন্তর্জাতিক একটি দত্তক গ্রহন সংস্থার মধ্যস্থতায় ভারত সরকারের সমস্ত নিয়ম কানুন ও আইন মেনে ইতালিয়ান এই দম্পতি দত্তক নিয়েছেন শিশুটিকে। মকর সংক্রান্তির পবিত্র লগ্নে জেলাশাসক কার্যালয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী বছর তিনেকের শুভ্রকে তাদের হাতে তুলে দেন।

advertisement

প্রসঙ্গত আলবার্তো ও এলিজাবেতা’র বছর দশকের একটি মেয়ে আছে। তবে তাদের বাড়িতে এলো নতুন অতিথি, তাদের ছেলে শুভ্র। নতুন এক পরিবার পেয়ে নতুন বাবা-মার কোল আলো করে শুভ্র পাড়ি দিল আলোকিত এক জীবনের উদ্দেশ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পিতৃ পরিচয়হীন শিশু পাচ্ছে বাবা-মা, পাড়ি দেবে ইতালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল