বয়স মাত্র দু বছর ন’মাস হলেও এ বয়সে আটটি রং, চল্লিশটি বন্যপ্রাণীর নাম, দশটি গৃহপালিত পশুর নাম, চল্লিশটি ফল, তিরিশটা ফুল, চব্বিশটি শাকসবজি, ষাটটি পাখি, পঁচিশটি যানবাহনের নাম-সহ শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের নাম একনাগাড়ে বলতে পারে একরত্তি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মোহনপুরের সানা পারভীনের প্রতিভা জানলে অবাক হতে হয়।
আরও পড়ুন: লক্ষ্মী পুজোর আগে দাম বেড়েছে আখের! হাসি ফুটেছে আখ চাষিদের মুখে
advertisement
বাবা গ্রামীণ চিকিৎসক। ছোট থেকেই নানান বইতে ফল দেখে উৎসাহ বাড়ে জিনিসগুলো সম্পর্কে জানার। সেইমত তার বাবা-মাও তাকে তালিম দিতে থাকে। জানার ইচ্ছে দেখে ফুল, ফলের নাম অঙ্গ-প্রত্যঙ্গের নাম এমনকি ইংরেজি কবিতাও তাকে শেখায়। মাত্র দু তিন মাসের তালিমে ছোট্ট এই মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের প্রতিভাকে তুলে ধরেছে।
আরও পড়ুন: পাতে রাখুন এই ছোট সবজি, হু হু করে ঝরবে মেদ! সারবে আরও নানান রোগ
সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে শংসাপত্র পাঠিয়েছে সানা পারভীনকে। ছোট্ট সানার কৃতিত্বে মুগ্ধ সকলে, খুশি পরিবারের লোকজন। পরিবারের লোকজন চায় আরও উন্নতির শিখরে পৌঁছে যাক এই ছোট্ট একরত্তি।
রঞ্জন চন্দ