শিল্প ক্ষেত্রে ভারী যন্ত্রাংশ নির্মাণ বা মেরামতের জন্য ওয়েল্ডিং করার পর কোনও ত্রুটি রয়েছে কিনা তা যাচাই করত মানুষ। ম্যানুয়াল পদ্ধতিতে ওয়েল্ডিং এর পর ছবি তুলে বা বিজ্ঞানের ভাষায় এক্স-রে কে পর্যবেক্ষণ করে কোনও ত্রুটি আছে কিনা বা ত্রুটিমুক্ত কিনা তা যাচাই করা হত। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছে আইআইটি খড়্গপুর। ত্রুটি মুক্ত ওয়েল্ডিং যাচাইয়ের জন্য বিশেষ এক সফটওয়্যার আবিষ্কার করেছে। প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজির প্রধান অধ্যাপক সূর্যকান্ত পালের তত্ত্বাবধানে এই বিশেষ সফটওয়্যার সফলতা পেয়েছে। অধ্যাপক সূর্যকান্ত পালের তত্ত্বাবধানে এ বিশেষ সফটওয়ার নির্মাণ করেছে গবেষক পড়ুয়া অভিষেক মুখার্জি। যেখানে ওয়েল্ডিং এর পর প্রাপ্ত বিশেষ এক্সরে বা ছবিকে পর্যবেক্ষণ করবে সফটওয়্যার।
advertisement
জানা গিয়েছে, মূলত প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেডের অনুমোদিত অর্থপুষ্টে এই আবিষ্কার করেছেন আইআইটি গবেষকেরা। গবেষকেরা জানাচ্ছেন, ওয়েল্ডিং করার পর বা ওয়েল্ডিং সংক্রান্ত কোনও ছবি যাচাই করা হতম্যানুয়ালি। অর্থাৎ বেশ কয়েকজন ব্যক্তি তা পর্যবেক্ষণ করতেন। যা ছিল বেশ সময় সাপেক্ষ। তবে বর্তমানে তা যাচাই করবে এআই নির্ভর বিশেষ সফটওয়্যার। ২০২৩ এর অগাস্টেই এই গবেষণা শেষে মিলেছে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং এর মান্যতা। এই সফটওয়্যার দ্রুত এবং নিখুঁত পর্যবেক্ষণ করে উত্তর জানাবে। কতটা ত্রুটি রয়েছে? কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তা দ্রুত জানিয়ে দেবে এই সফটওয়্যার।
আরও পড়ুন: কুল খেলেই দূর হবে জটিল রোগ! কীভাবে খাবেন? জানুন চিকিৎসকের পরামর্শ!
প্রসঙ্গত ম্যানুয়ালি কোনও এক্সরে ছবি থেকে ওয়েল্ডিংয়ের কোনওত্রুটি ধরার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হত। তবে বর্তমানে এই সফটওয়্যার এর মধ্য দিয়ে ত্রুটি এবং তার জন্য প্রয়োজনীয় পদ্ধতি সহজেই যাচাই করা যাবে। অধ্যাপক সূর্যকান্ত পাল জানিয়েছেন, ওয়েল্ডিং এর ক্ষেত্রে ম্যানুয়ালি যাচাই করতে গেলে অনেক সময় নানান ভুল থাকত। তবে এই সফটওয়্যার দ্রুত একাধিক ছবি বা এক্স রে ইমেজকে দ্রুত পর্যবেক্ষণ করে উত্তর দেবে। যার নিখুঁত পর্যবেক্ষণ করবে এই সফটওয়ার।
প্রসঙ্গত, আইআইটি খড়্গপুরের সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, বর্তমানে শিল্পক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় পদ্ধতি আবিষ্কার নিয়ে গবেষণা করে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশেষ প্রতিষ্ঠান শিল্প ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে গবেষণায় সাফল্য পেয়েছে।শিল্প ক্ষেত্রে এই বিশেষ আবিষ্কার যে এক যুগান্তকারী তা বলার অপেক্ষা রাখে না।
রঞ্জন চন্দ