ঘটনায় গুরুতর আহত হয় ঐ বেসরকারি আয়া। সঙ্গে সঙ্গে অন্যান্যরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এবং তড়িঘড়ি ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেরই চক্ষু বিভাগে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের ফিমেল মেডিক্যাল ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডে। তবে গোটা ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, দুর্ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দুর্ঘটনায় আহত ঐ আয়া প্রশিক্ষিত ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে হাসপাতালের তরফে বলে জানিয়েছেন হাসপাতালে সুপার।
advertisement
আরও পড়ুনঃ হাতেনাতে চোরকে পাকড়াও করে বেঁধে রাখলেন স্থানীয়রা
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালে কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড গুলিতে হাসপাতালের নার্সদের পাশাপাশি বেসরকারি আয়ারা অর্থের বিনিময়ে হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন। তবে তারা কতখানি প্রশিক্ষন প্রাপ্ত, তা নিয়েই বিভিন্ন সময় প্রশ্ন তোলেন হাসপাতালে ভর্তি রোগীর পরিবার পরিজনেরা। এদিনের ঘটনায় আবারও রোগীদের সুরক্ষার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালে আগত বিভিন্ন মানুষের তরফে।
Partha Mukherjee