ক্যাম্পাসিংয়ের (প্লেসমেন্ট সেশনের) প্রথম দিনে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৭৬০টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) পেয়েছেন বলে জানা গিয়েছে আইআইটি সূত্রে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অর্থাৎ ক্যাম্পাসিংয়ের প্রথম দিন ১৬টি আন্তর্জাতিক অফার পেয়েছেন পড়ুয়ারা। এর মধ্যে, ২ জন পেয়েছেন বছরে কোটি টাকার (CTC) চাকরির অফার। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকার (CTC) অফার পেয়েছেন এক পড়ুয়া।
advertisement
আরও পড়ুন: অভিনয়, রাজনীতির পাশাপাশি এবার নতুন ভূমিকায়! ব্যাডমিন্টন কোর্টে নামলেন শতাব্দী
প্রসঙ্গত ২০২২ সালের জব প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে আইআইটি (IIT) খড়্গপুর ক্যাম্পাসে। সেই সেশনের প্রথমদিনেই কোটি টাকার চাকরির অফার পেলেন একাধিক পড়ুয়ারা। জানা গিয়েছে, প্রথম দিনই অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট ইত্যাদি মোট ৩৪টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় বা ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: দু-হাত ঘষলেই ঝরছে ৫০০ টাকার নোট! তুফানের চমক দেখে হতবাক বীরভূম, ভাইরাল ভিডিও
IIT খড়গপুরের পড়ুয়ারা এবার ৮০০-র বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছেন বলে জানা গিয়েছে। সফটওয়্যার (software), অ্যানালিটিক্স (analytics), কনসাল্টিং (consulting), ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং (finance & banking) প্রভৃতি ক্ষেত্রে ইন্টার্নশিপ (internship)-এর সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইআইটি খড়্গপুরের সিডিসি (CDC/ Carrer Development Centre)-র চেয়ারম্যান এ. রাজাকুমার পড়ুয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি অংশগ্রহণকারী সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন।
Partha Mukherjee