Birbhum News: অভিনয়, রাজনীতির পাশাপাশি এবার নতুন ভূমিকায়! ব্যাডমিন্টন কোর্টে নামলেন শতাব্দী

Last Updated:

শুক্রবার শতাব্দীকে আবারও দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। ব্যাডমিন্টন কোর্টে নেমে জেলা পুলিশ সুপারের সঙ্গে ব্যাডমিন্টন খেলায়।

+
শতাব্দী

শতাব্দী রায় ও নগেন্দ্র ত্রিপাঠি

#বীরভূম: একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার পর রাজনীতিতে পা রাখেন। সেখানেও হাত পাকিয়ে পরপর তিনবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে জায়গা করে নিয়েছেন শতাব্দী রায়। এই অভিনেত্রী তথা রাজনীতিককে নিয়ে দিন কয়েক ধরেই আলোচনার শেষ নেই।
নতুন করে তাঁকে ফের একবার অভিনয়ের আঙিনায় দেখা যায়। আসানসোল আদালতে শ্যুটিং করছিলেন তিনি। এরই মধ্যে শুক্রবার তাঁকে আবারও দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। ব্যাডমিন্টন কোর্টে নেমে জেলা পুলিশ সুপারের সঙ্গে ব্যাডমিন্টন খেলায়।
advertisement
advertisement
শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সিউড়ির চাঁদমারি মাঠে একটি ইনডোর ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়। এই ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার কাজ শুরু হয়েছিল চলতি বছর ১৫ আগস্ট এবং নির্মাণ কাজ শেষ হয় ১৫ নভেম্বর। এই ইনডোর ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করার জন্যই সেখানে এদিন এসেছিলেন সাংসদ শতাব্দী রায় এবং তিনি এই কোর্ট উদ্বোধন করার পাশাপাশি কোর্টেও খেলতে নামেন। খেলায় তাঁকে সঙ্গ দেন পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।
advertisement
বীরভূম জেলা পুলিশের তত্ত্বাবধানে এই যে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়েছে তার জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করা হয়। এই ব্যাডমিন্টন কোর্টের জন্য মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৩৪০ টাকা বরাদ্দ ছিল। যার মধ্যে নির্মাণ করার জন্য খরচ হয় ১৪ লক্ষ ৯৬ হাজার ৭ টাকা।
advertisement
এই ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করার পর সাংসদ শতাব্দী রায় বলেন, ''খুব সুন্দর হয়েছে। এর যদি সঠিক ব্যবহার করা হয় তাহলে আরও ভাল লাগবে।''
বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, সমস্ত রকম ব্যবহারের জন্য এই ইনডোর কোর্ট নির্মাণ করা হয়েছে। ইনডোর বিভিন্ন খেলাধুলার পাশাপাশি এটি ব্যবহার করা যাবে ট্রেনিং অথবা বৈঠকের জন্যও।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অভিনয়, রাজনীতির পাশাপাশি এবার নতুন ভূমিকায়! ব্যাডমিন্টন কোর্টে নামলেন শতাব্দী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement