TRENDING:

West Medinipur News: পারকাশন জানেন? ৬৮ বছর বয়সে এসেও এই ব্যক্তির নেশা অবাক করবে

Last Updated:

West Medinipur News: বয়স তার ৬৮, কিন্তু এই বয়সে বাজান এই বাদ্যযন্ত্র, জানুন এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বয়স যখন তার ২০-২২ তখন থেকেই শুরু করেন তাঁর শিল্পচর্চা। গান বাজনার প্রতি শখ থাকায় তিনি তবলিয়ার কাছে বসে তাল, লয় শিখেছেন। কখনও দেখে দেখে আবার কখনও নিজের মনের মতো করে বাজানো শিখেছেন পারকাশন। দীর্ঘ প্রায় ৪০ বছর পার করেছেন এই বিশেষ মিউজিকাল যন্ত্র বাজিয়ে।
advertisement

একটা সময় এই বিশেষ যন্ত্রের চাহিদা ছিল বেশ। সেই সময় তিনি বহু মঞ্চে শিল্পীদের সঙ্গে গানে আবহ দিয়েছেন।এলাকার বহু খ্যাতনামা শিল্পীদের সঙ্গে এক সঙ্গে মঞ্চে তার শিল্প প্রতিভা প্রদর্শন করেছেন। কিন্তু বর্তমানে সবকিছুর উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই সমস্ত মিউজিক্যাল যন্ত্রপাতি। তবে এখনও তিনি তার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গানে আবহ সৃষ্টি করেন।

advertisement

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রান্তিক এক গ্রাম পঁচাশবেটিয়া গ্রামের বাসিন্দা বছর ৬৮-এর একাদশ পাত্র। পেশাগতভাবে তিনি বিএলআরও দফতরে চেইন ম্যানের কাজ করতেন। তবে কাজে যোগ দেওয়ার আগে থেকে যুবক বয়সেই শুরু করেন পারকাশন বাজানোর কাজ। চাকরিজীবনেও তিনি করেছেন এই শিল্পচর্চা। এখন বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট। তবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যান। শিল্পীদের সঙ্গে তিনি গানে আবহ সৃষ্টি করেন।

advertisement

View More

প্রসঙ্গত, বর্তমান দিনে বিজ্ঞান উন্নতির সঙ্গে সঙ্গে অক্টোপ্যাডেই পারকাশনের বিভিন্ন যন্ত্রের আবহ সৃষ্টি হচ্ছে। তবে তিনি এখনও চালিয়ে রেখেছেন এই পারকাশন বাজানোর কাজ। প্রায় তিরিশের বেশি যন্ত্র রয়েছে তার কাছে। ম্যানুয়ালি এই সব বিভিন্ন যন্ত্র বাজিয়ে সুন্দর আবহ সৃষ্টি করেন তিনি। যা গানে এক আলাদা মাত্রা দেয়। পারকাশন বাজানো একপ্রকার নেশা তাঁর। ছোটবেলা কেটেছে খুব অভাবের সঙ্গে।

advertisement

চাকরিজীবনেও সামান্য অর্থে তেমন আড়ম্বর জীবন কাটেনি। ঘরে তেমন শিল্পচর্চা না থাকলেও তিনি প্রথাগত তালিম ছাড়াই শিখেছেন এই পারকাশন বাজানো। তবে বর্তমান প্রজন্ম এই বিশেষ মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পছন্দ করে না। তবে এই শিল্পীর আক্ষেপ, এই বিশেষ যন্ত্র চর্চাকে যেন বাঁচিয়ে রাখা হয়। তবে একাদশ বাবুর এই আন্তরিকতা এবং শত বাধা পেরিয়ে এই বয়সে এসেও এই শিল্পচর্চাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পারকাশন জানেন? ৬৮ বছর বয়সে এসেও এই ব্যক্তির নেশা অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল