TRENDING:

West Midnapore News: বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Last Updated:

বাড়িতে স্বল্প খরচে হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করে স্বনির্ভরতা দিশা দেখাচ্ছে এক কলেজ ছাত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: শুধু সোনার গয়না নয় মহিলাদের এখন নজর কেড়েছে বিভিন্ন হ্যান্ডমেড গয়না। সোনার গয়নার থেকে নগণ্য দামে বাজারে মিলছে এই ধরনের হাতে বানানো গয়না। অক্সিডাইজ জুয়েলারি কিংবা অন্যান্য হাতে তৈরি গয়নায় ভর্তি হয়েছে বাজার।
advertisement

এই হ্যান্ড মেড জুয়েলারি বানিয়েই স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে দ্বিতীয় বর্ষের এক ছাত্র। পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকার বাসিন্দা মোহন মহারানা। এই ছাত্র পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে তৈরি করছেন কানের দুল, হার সহ নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি। গৃহবধূ সহ অন্যন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।

আরও পড়ুন: স্কুলে চুরি করতে এসে এমন কাণ্ড ঘটাল চোর, যা কল্পনারও বাইরে!

advertisement

ছোট থেকেই  ছবি আঁকা এবং ক্রাফটের নানা কাজ শিখেছে মোহন। বর্তমানে বাজারে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারির চাহিদার কথা মাথায় রেখেই এই গয়না বানানোর পরিকল্পনা নেয় মোহন। সামান্য খরচে, খুব অল্প সময়ে বাড়িতেই তৈরি করা যায় এইসব গয়না। বাজারেও বিক্রি হয় বেশ ভাল দামে। লাভ ও মেলে বেশ।

View More

প্রসঙ্গত  গ্রামীণ এলাকায় গৃহবধূরা বাড়িতেই থাকেন। সামান্য প্রশিক্ষণ পেলে বাড়িতে থেকে অল্প সময়ে এবং অল্প খরচে হ্যান্ড মেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তারা।  স্বনির্ভর হতে পারবেন।

advertisement

আরও পড়ুন: রাস্তার অবস্থা মাঠের সমান! প্রতিবাদে রাস্তাতেই ধান রোপণ করলেন গ্রামবাসীরা

ইতিমধ্যেই এই হ্যান্ডমেড জুয়েলারি পার্শ্ববর্তী বাজার বেলদা মেদিনীপুর এমনকি কলকাতায় ও পাইকারি ও খুচরা দরে বিক্রি হচ্ছে। আগামী দিনে প্রত্যন্ত এলাকার মহিলাদের এবং পুরুষদের একই ছাতার তলায় এনে ভবিষ্যতের স্বনির্ভর করার চিন্তা এই কলেজ ছাত্রের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল