এই হ্যান্ড মেড জুয়েলারি বানিয়েই স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে দ্বিতীয় বর্ষের এক ছাত্র। পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকার বাসিন্দা মোহন মহারানা। এই ছাত্র পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে তৈরি করছেন কানের দুল, হার সহ নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি। গৃহবধূ সহ অন্যন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।
আরও পড়ুন: স্কুলে চুরি করতে এসে এমন কাণ্ড ঘটাল চোর, যা কল্পনারও বাইরে!
advertisement
ছোট থেকেই ছবি আঁকা এবং ক্রাফটের নানা কাজ শিখেছে মোহন। বর্তমানে বাজারে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারির চাহিদার কথা মাথায় রেখেই এই গয়না বানানোর পরিকল্পনা নেয় মোহন। সামান্য খরচে, খুব অল্প সময়ে বাড়িতেই তৈরি করা যায় এইসব গয়না। বাজারেও বিক্রি হয় বেশ ভাল দামে। লাভ ও মেলে বেশ।
প্রসঙ্গত গ্রামীণ এলাকায় গৃহবধূরা বাড়িতেই থাকেন। সামান্য প্রশিক্ষণ পেলে বাড়িতে থেকে অল্প সময়ে এবং অল্প খরচে হ্যান্ড মেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তারা। স্বনির্ভর হতে পারবেন।
আরও পড়ুন: রাস্তার অবস্থা মাঠের সমান! প্রতিবাদে রাস্তাতেই ধান রোপণ করলেন গ্রামবাসীরা
ইতিমধ্যেই এই হ্যান্ডমেড জুয়েলারি পার্শ্ববর্তী বাজার বেলদা মেদিনীপুর এমনকি কলকাতায় ও পাইকারি ও খুচরা দরে বিক্রি হচ্ছে। আগামী দিনে প্রত্যন্ত এলাকার মহিলাদের এবং পুরুষদের একই ছাতার তলায় এনে ভবিষ্যতের স্বনির্ভর করার চিন্তা এই কলেজ ছাত্রের।
রঞ্জন চন্দ