বাইক চুরি করতে এসে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় হাতে নাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের। সেখানে নজরদারির দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের বাইক চুরি করতে এসেছিল সে। কিন্তু কার্যসিদ্ধির আগেই হাসপাতাল চত্বরে থাকা লোকজনের কাছে ধরা পড়ে যায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস! Google-কে চিঠি দিল সিবিআই! তুমুল চাঞ্চল্য
এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি হাওড়ার শ্যামপুরে৷ পুলিশের জেরায় ধৃত স্বীকার করেছে, সে ডেবরায় এর আগেও বেশ কিছু বাইক চুরি করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, হেলমেট, একাধিক বাইকের চাবি উদ্ধার হয়েছে।
তবে এই বাইক চোর কিছুটা বোকামি করে ধরা পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সে একটি চাবি নিয়ে একাধিক বাইকের লক খোলার চেষ্টা করছিল। যা আশেপাশের মানুষের নজরে আসতে সন্দেহ হয়। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে আসে। এদিকে ডেবরা হরিমতি হাইস্কুলের মাঠ থেকেও একটি বাইক চুরির হয়েছে। ওই ঘটনার সঙ্গে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে ধৃত চোরের কোনও সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
দ্বিগবিজয় মাহালি