এই মহতী অনুষ্ঠানে সব থেকে ছোট বয়সের অদৃজা ভুঁই তৃতীয় শ্রেণীর ছাত্রী গোদাপিয়াসাল থেকে এসে চুল দান করে যান। অন্যদিকে সব থেকে বয়স্ক মহিলা চুল দান করেন কল্যাণী সেন, বয়স ৭৩ বছর। সকলের উদ্যোগে এদিনের কর্মসূচী সফলতা পেল এমনটি বলেন কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষারত্ন ড. মৌসম মজুমদার। এই মহতী কর্মকান্ডে শুভেচ্ছা জ্ঞাপন করেন একটি বাংলা ব্যাণ্ড এর গায়ক তথা কুইজ কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিদ্ধার্থ রায় ওরফে সিধু।
advertisement
আরও পড়ুনঃ লাদাখ ৪২ কিমি ম্যারাথনে প্রথম স্থান অধিকার মেদিনীপুরের শ্যামাপদর
কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা বলেন, এর আগে আমরা চুলদান কর্মসূচী তমলুকে করেছি। তবে নিয়মিত রক্তদান শিবির করে থাকি দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে। কিন্তু এরকম এতো বড় আকারে চুলদান কর্মসূচী মেদিনীপুর শহরে হল এই প্রথমবার। সকল সদস্যদের আন্তরিকতাতে এই কর্মসূচী সম্পন্ন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আগামী দিনে ক্যান্সার রোগীদের জন্য নিজেদের শখের চুল উৎসর্গ করতে আরও বেশী মহিলারা এগিয়ে আসবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
Partha Mukherjee