এভাবে সাড়া পাবেন ভাবেননি! রবিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে গিটার সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে সায়ন ছাড়াও পৌঁছে যান এই শহর মেদিনীপুরের এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম- সৌনক ব্যানার্জি, রাজা দাস, সৌম্যদীপ দাস মহাপাত্র, রিও নন্দ, দেবীপদ পান্ডা সহ অনেকেই।
আরও পড়ুনঃ রাস্তার জল জমা গর্তে ছিপ ফেলে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ!
advertisement
সবমিলিয়ে ৬০ জন সঙ্গীত শিল্পী এবং গীটার শিল্পী এদিন পৌঁছান বলে জানিয়েছেন সায়ন। এছাড়াও, অসংখ্য তরুণ-তরুণী সহ কে.কে অনুরাগীরা ছিলেন। প্রায় ৪০-৫০ জন শিল্পী একসঙ্গে গাইলেন, 'তুহি মেরি সব হ্যায়', 'ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়', 'ইয়ারো দোস্তি বড়ি হসিন হ্যায়' থেকে 'হম রহে ইয়া না রহে কাল'।
আরও পড়ুনঃ গ্রামে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু, এলাকা জুড়ে উত্তেজনা
গিটারে সঙ্গত করলেন একসাথে প্রায় ২০ জন শিল্পী। অভিনব এই আয়োজনে অভিভূত হলেন জেলা শহরের সঙ্গীতানুরাগীরা মানুষেরা। গানে গানে স্মরন করলেন KK কে।
Partha Mukherjee