TRENDING:

West Midnapore News: ৪০৯ বছরের রাজ-রাজড়াদের ঐতিহ্যশালী পুরনো পুজো অর্থ সঙ্কটে 

Last Updated:

পালকি, ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন হত মায়ের, সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা।যার টানেই ছুটে আসতেন অনেকেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের যত পুরাতন ঐতিহ্যশালী দুর্গা পুজো হয় তার মধ্যে এক ও অন্যতম হল শহরের কেন্দ্রবিন্দুতে নন্দী বাড়ির দুর্গাপুজো।এই পুজোকে ঘিরে উৎসব মুখর হত নন্দীবাড়ি এলাকা৷ দূর দূরান্তের বহু মানুষ যোগ দিত এই পুজোতে। চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো এখনও একডাকে চেনেন মেদিনীপুর শহরের বাসিন্দারা। প্রায় ৪০৯ বছরের পুরাতন এই পুজোকে ঘিরে আক্ষেপ-দীর্ঘশ্বাসের অভাব নেই এলাকার মানুষের মনে ৷এক সময় যে পুজোর জাঁকজমকে হাজির হত শয়ে শয়ে মানুষ, সেই পুজো এখন চলছে নমো নমো করে।
advertisement

আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর

৪০৯ বছর আগে নিজেদের জমিদারির ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্যই তৎকালীন সময়ে রামচাঁদ নন্দী এই পুজোর সূচনা করেন। মূলত চতুর্থী থেকে শুরু হত মায়ের আরাধনা।ষষ্ঠী থেকে পুজোর সূচনা হত। ঘট ডুবিয়ে এই পুজোর সূচনা করতেন ঘরের মহিলারা। এরপর সপ্তমী, অষ্টমী ও নবমীতে চলত পুজো।এই নন্দী বাড়ির পুজোতে ভোগ নিবেদনের ব্যাপার ছিল না, তাই ৮০ কেজি চাল দিয়ে মাকে পুজো করা হত। কলা বউ এবং কুমারী পুজোর প্রচলন ছিল এই নন্দী বাড়িতে। পালকি, ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন করা হত। মায়ের সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা।যার টানেই ছুটে আসতেন অনেকে ৷ তবে এই পূজোতে বলিদান হত না।

advertisement

আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ

View More

এই নন্দী বাড়ির সদস্যা চন্দনা নন্দী বলেন একসময় জাকজমকপূর্ণ নন্দী বাড়ির পুজোতে বর্তমানে ভাটা পড়েছে অর্থনৈতিক সঙ্কটেক জন্য। তাছাড়া জমিদারির এই সম্পত্তির উপর কোর্ট কেস , কাছারিতে জর্জরিত আজ। এরই সঙ্গে নন্দীবাড়ির বহু প্রবীণ সদস্য আজ আর নেই।যারা রয়েছেন তারা দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কেউ বছরে একবার আসেন,আবার অনেকে তাও আসেন না। এই অবস্থায় এ পুজোকে চালিয়ে যাওয়া খুবই কষ্টের ব্যাপার।তবে কোনওক্রমে নমো নমো করে এই পুজো চালিয়ে যাওয়া হচ্ছে পুরাতন রীতি নীতি কে কোনও ক্রমে ধরে রেখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ৪০৯ বছরের রাজ-রাজড়াদের ঐতিহ্যশালী পুরনো পুজো অর্থ সঙ্কটে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল