পুরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পৌরসভার তরফে লাগানো হয়েছে ৩২ টি সিসিটিভি ক্যামেরা। প্রসঙ্গত, খড়গপুর শহরে চুরি ছিনতাই এর ঘটনা কমবেশি ঘটেই থাকে। অপরাধ মূলক ঘটনা ঘটলে সেই অপরাধীকে দ্রুত ধরার ক্ষেত্রে এই সিসিটিভি ক্যামেরা কার্যকর ভূমিকা পালন করবে।
আরও পড়ুনঃ মা-বাবা পেয়ে আমেরিকায় পাড়ি দিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
advertisement
সাম্প্রতিক সময়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার খড়্গপুর শহরবাসীর কাছে আবেদন করেছিলেন, পুলিশ যেমন সাধারন মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা শহর জুড়ে CCTV ক্যামেরা লাগিয়েছে, তার পাশাপাশি খড়গপুর শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলিও তাঁদের দোকান গুলির ভেতরে CCTV ক্যামেরা লাগানোর সঙ্গে সঙ্গে যদি একটি করে রাস্তার দিকে CCTV ক্যামেরা লাগান, তাহলে সাধারন মানুষের নিরাপত্তা আরও একটু বাড়বে।
আরও পড়ুনঃ পানীয় জলের কলে বেরোচ্ছে কাদা, নোংরা! মহকুমা শাসকের দ্বারস্থ কাউন্সিলর
কারণ অনেক সময় অপরাধীর ছবি পুলিশের লাগানো CCTV তে নাও আসতে পারে, সেক্ষেত্রে দোকানপাট গুলিতে যদি CCTV ক্যামেরা লাগানো থাকে তাতেও অনেক সময় অপরাধীর ছবি উঠে আসতে পারে। খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, পৌরবাসীকে নিরাপত্তা দেওয়া পুলিসের পাশাপাশি আমাদেরও কর্তব্য। তাই যে সমস্ত জায়গায় CCTV ক্যামেরা লাগানো আছে, তার বাইরেও আরও ৩২ টি CCTV ক্যামেরা লাগানো হল পুরসভার তরফে। প্রয়োজনে ভবিষ্যতে আরও CCTV ক্যামেরা লাগানো হতে পারে।
Partha Mukherjee