Paschim Medinipur: পানীয় জলের কলে বেরোচ্ছে কাদা, নোংরা! মহকুমা শাসকের দ্বারস্থ কাউন্সিলর

Last Updated:

মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড সহ বেশকিছু ওয়ার্ড এলাকায় পুরসভার পানীয় জলের কলে বেরোচ্ছে দুর্গন্ধ যুক্ত কাদাজল, যা পান করার অযোগ্য বলে অভিযোগ স্থানীয় মানুষ থেকে খোদ ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ সাইফুলের।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড সহ বেশকিছু ওয়ার্ড এলাকায় পুরসভার পানীয় জলের কলে বেরোচ্ছে দুর্গন্ধ যুক্ত কাদাজল, যা পান করার অযোগ্য বলে অভিযোগ স্থানীয় মানুষ থেকে খোদ ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ সাইফুলের। মহম্মদ সাইফুলের আরও অভিযোগ, মেদিনীপুর পুরসভা খেলা, মেলা অনুষ্ঠান করে অর্থ অপচয় করছে, অথচ মানুষের সব থেকে বেশী প্রয়োজনীয় পানীয় জলের সমস্যার সমাধান করছে না।  মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের ওয়ার্ডে বহু সাবমার্শিবল বসেছে, অথচ গত ৩/৪ বছরে ২১ নং ওয়ার্ডে সামান্য জলের পাইপ লাইনের কাজও হয়নি।
মেদিনীপুর পুরসভার পুরপ্রধান মেদিনীপুর পুর এলাকায় পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ বলেও অভিযোগ কংগ্রেস কাউন্সিলার মহম্মদ সাইফুলের। ইতিমধ্যে স্বচ্ছ পানীয় জলের দাবি তুলে সদর মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন কাউন্সিলার মহম্মদ সাইফুল। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে মেদিনীপুর পুরসভা এলাকায় চলছে আমরুত প্রকল্পের অধীনে স্বচ্ছ পানীয় জল সরবরাহের কাজ। যার ফলে পুরসভার বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে পাইপ লাইন।
advertisement
আরও পড়ুনঃ সুবর্নরেখা নদীতে নানান রীতিনীতি মেনে মহিলাদের মন্থন ষষ্ঠী উদযাপন
পৌরবাসীর অভিযোগ, পুরানো যে সমস্ত জলের পাইপ লাইন গুলি থাকায় নোংরা, কাদাজল, কোথাও প্রচুর পরিমাণে আয়রন আসছে ট্যাপ কল গুলিতে, তাই নতুন পাইপ লাইন বসানোর পাশাপাশি পানীয় জলের পুরানো পাইপ লাইনগুলিও পরিষ্কার করার প্রয়োজন। অন্যদিকে এবিষয়ে পুরসভার উপ পুরপ্রধান অনিমা সাহা বলেন, কিছু কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা রয়েছে ঠিকই, তবে আমরা চেষ্টা করছি সেইসব সমস্যাগুলি সমাধানের মাধ্যমে প্রতিটি পৌরবাসীর ঘরে স্বচ্ছ পানীয় জল সরবরাহ করার। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: পানীয় জলের কলে বেরোচ্ছে কাদা, নোংরা! মহকুমা শাসকের দ্বারস্থ কাউন্সিলর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement