TRENDING:

Winter Birds: শীতের শেষ বেলায় পাখি প্রেমীদের মন ভরল সাঁতরাগাছি ঝিলে!

Last Updated:

Winter Birds: শীতের শুরুতে সাঁতরাগাছি ঝিলে পাখি না দেখে পাখি প্রেমীদের ভারাক্রান্ত হয়েছিল মন। তবে, শীতের শেষে শূন্যতা পূরণ সাঁতরাগাছি ঝিলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাঁতরাগাছি, রাকেশ মাইতি: এবার শীতের শেষ বেলায় সাঁতরাগাছি ঝিলে দল বেঁধেছে পাখি, তাতেই ঝিলপাড়ে ভিড় জমাচ্ছে মানুষ! শেষ বেলাতেই যেন মন ভরেছে পাখি প্রেমীদের। শীতের শুরুতে সাঁতরাগাছি ঝিলে পাখি না দেখে পাখি প্রেমীদের ভারাক্রান্ত হয়েছিল মন। তবে, শীতের শেষে শূন্যতা পূরণ সাঁতরাগাছি ঝিলে।
advertisement

শুধু দেশীয় সরাল নয়, এসেছে হাজার মাইল পথ পেরিয়ে সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিও। যদিও সেই পাখির সংখ্যা খুব কম, হাতে গনা বলেই জানাচ্ছেন স্থানীয়রা। তবে, এবার সংখ্যা কম হলেও, পাখি দেখতে পেয়েই মন ভরছে মানুষের।

আরও পড়ুনঃ প্রবীণদের সুরক্ষায় কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প! কারা করতে পারবেন রেজিস্ট্রেশন?

advertisement

শীতের শুরুতে সাঁতরাগাছি ঝিল পাখি শূন্য দেখে ভারাক্রান্ত হয়েছিল মানুষের মন। ঝিলে পাখি আসার উপযুক্ত কাজ দেরিতে হবার কারণেই সমস্যা বলেই জানান অনেকে। ডিসেম্বর শুরুতে পাখিরা এসে ঝিলে বসতে না পেরে ফিরে গেছে। মধ্যরাতে ডাক শোনা গেছে সকালে পাখি দেখতে ঝিলপাড়ে গিয়ে দেখা মেলেনি পাখির।

তারপর পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী মানুষ, এক হয়ে সংশ্লিষ্ট দফতরের পাশাপাশি সাধারণ মানুষ  হাত লাগায় ঝিল পাখি আসার উপযুক্ত কাজে। পাখি আসার কাজ উপযুক্ত হতে দেরি হলেও, শীতের লম্বা ইনিংস যে কারণে একটু দেরিতে হলেও পাখিরা ঝিলে আসার সুযোগ পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পাখিদের আনাগোনা বেড়েছে। ফলে স্থানীয় মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা পাখিপ্রেমীরা সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি দেখে ভীষণ খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শেষ বেলায় পাখি প্রেমীদের মন ভরল সাঁতরাগাছি ঝিলে!
আরও দেখুন

এ প্রসঙ্গে স্থানীয় শুভজিৎ পাত্র জানান, আগামী বছর দুর্গা পুজোর সময় থেকে সাঁতরাগাছি ছিলে পাখি আসার উপযুক্ত করার কাজ শুরু হোক, সময়ে পাখির দল সাঁতরাগাছি ঝিলে বিচরণ করুক।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Winter Birds: শীতের শেষ বেলায় পাখি প্রেমীদের মন ভরল সাঁতরাগাছি ঝিলে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল