শুধু দেশীয় সরাল নয়, এসেছে হাজার মাইল পথ পেরিয়ে সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিও। যদিও সেই পাখির সংখ্যা খুব কম, হাতে গনা বলেই জানাচ্ছেন স্থানীয়রা। তবে, এবার সংখ্যা কম হলেও, পাখি দেখতে পেয়েই মন ভরছে মানুষের।
আরও পড়ুনঃ প্রবীণদের সুরক্ষায় কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প! কারা করতে পারবেন রেজিস্ট্রেশন?
advertisement
শীতের শুরুতে সাঁতরাগাছি ঝিল পাখি শূন্য দেখে ভারাক্রান্ত হয়েছিল মানুষের মন। ঝিলে পাখি আসার উপযুক্ত কাজ দেরিতে হবার কারণেই সমস্যা বলেই জানান অনেকে। ডিসেম্বর শুরুতে পাখিরা এসে ঝিলে বসতে না পেরে ফিরে গেছে। মধ্যরাতে ডাক শোনা গেছে সকালে পাখি দেখতে ঝিলপাড়ে গিয়ে দেখা মেলেনি পাখির।
তারপর পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী মানুষ, এক হয়ে সংশ্লিষ্ট দফতরের পাশাপাশি সাধারণ মানুষ হাত লাগায় ঝিল পাখি আসার উপযুক্ত কাজে। পাখি আসার কাজ উপযুক্ত হতে দেরি হলেও, শীতের লম্বা ইনিংস যে কারণে একটু দেরিতে হলেও পাখিরা ঝিলে আসার সুযোগ পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পাখিদের আনাগোনা বেড়েছে। ফলে স্থানীয় মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা পাখিপ্রেমীরা সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি দেখে ভীষণ খুশি।
এ প্রসঙ্গে স্থানীয় শুভজিৎ পাত্র জানান, আগামী বছর দুর্গা পুজোর সময় থেকে সাঁতরাগাছি ছিলে পাখি আসার উপযুক্ত করার কাজ শুরু হোক, সময়ে পাখির দল সাঁতরাগাছি ঝিলে বিচরণ করুক।





