Kolkata Police: প্রবীণদের সুরক্ষায় কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প! কারা করতে পারবেন রেজিস্ট্রেশন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kolkata Police: প্রণাম (Pronam) কলকাতা পুলিশ এবং দ্য বেঙ্গল (The Bengal)-এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিশেষ সাহায্য প্রকল্প। কলকাতার প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, আইনি সহায়তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাজ করে এই প্রকল্প।
কলকাতাঃ প্রণাম (Pronam) কলকাতা পুলিশ এবং দ্য বেঙ্গল (The Bengal)-এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিশেষ সাহায্য প্রকল্প। কলকাতার প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, আইনি সহায়তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাজ করে এই প্রকল্প। ২০০৯ সালে শুরু হওয়া এই প্রকল্পটির মাধ্যমে ১৪,০০০-এর বেশি রেজিস্ট্রার সদস্যকে বিভিন্ন জরুরি পরিষেবা প্রদান করা হয় প্রতিনিয়ত।
কিন্তু অনেকেই জানেন না কারা এই প্রকল্পে রেজিস্ট্রেশন করাতে পারে। কলকাতা পুলিশ সেই সব বিশদে তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। কলকাতা পুলিশের অধীনে ‘প্রণাম’ (PRONAM) প্রকল্পে রেজিস্ট্রেশন কেবল সেই সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ যাদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং যারা কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় একাকী অথবা শুধুমাত্র তাঁদের স্বামী/স্ত্রীর সাথে বসবাস করছেন।
advertisement
advertisement
PRONAM registration under Kolkata Police is available only to senior citizens aged 60 years and above who are residing within the jurisdiction of Kolkata Police and are living alone or with their spouse. This facility is restricted to residents under Kolkata Police Stations, and…
— Kolkata Police (@KolkataPolice) January 28, 2026
advertisement
এই সুবিধাটি কেবলমাত্র কলকাতা পুলিশ এলাকার থানাগুলির বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ এবং আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। কলকাতা পুলিশ এলাকার বাইরে বসবাসকারী নাগরিকরা এই সুবিধার আওতাভুক্ত নন। যোগ্য ব্যক্তিরা দ্রুত এবং সহজতর রেজিস্ট্রেশনের জন্য pronam.kolkatapolice.org অথবা pronam.co.in এর মাধ্যমে অনলাইনেও আবেদন করতে পারেন, যা সংশ্লিষ্ট থানা দ্বারা যাচাই সাপেক্ষ। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ছবি, রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর এবং জরুরি অবস্থায় যোগাযোগযোগ্য ব্যক্তির ফোন নম্বর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 6:10 PM IST











