পাশাপাশি, বিশ্বভারতীতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা প্রায় কোটি কোটি টাকা খরচ করে নির্মিত স্টুডিও আবার পুনরায় ব্যবহৃত হবে ও তার থেকে আয়ও হবে বলে আশাবাদী বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিষয় নিয়ে মউ স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন, কলকাতার স্বনামধন্য প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর উপাচার্য সমীরণ দত্ত, কর্মসচিব দীপক কুমার।
advertisement
অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় ও সঙ্গীত ভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় বিশ্বভারতীর অন্যতম বিভাগ সঙ্গীতভবন নৃত্য, নৃত্যনাট্য, গীতিনাট্য, নাটক প্রভৃতি সারা বছরই হয়ে থাকে। এর পাশাপাশি, বিশ্বভারতীর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ সারা বছরই বিভিন্ন কনটেন্ট তৈরি করে৷ তাই মূলত এই দুই বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবে এসআরএফটিআই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর সঙ্গীত-কলাভবনের উদ্যোগে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে অত্যাধুনিক মানের একটি স্টুডিও নির্মাণ করা হয়েছিল৷ সেই সময় বিশ্বভারতীর সঙ্গে প্রসার ভারতীর একটি মউ স্বাক্ষরিত হয়েছিল৷ সেই স্বাক্ষরিত মউ এ উল্লেখ ছিল, বিশ্বভারতীর নানা অনুষ্ঠান, আলোচনা সভা প্রভৃতি নিয়মিত সম্প্রচারিত হবে৷ তবে ২০১৭ সাল থেকে সেই স্টুডিও নানা কারণে বন্ধ হয়ে পড়েছিল। বর্তমানে সেটি সংস্কার করা হয়েছে। বিশ্বভারতীর ও এসআরএফটিআই -এর সাক্ষরিত মউ-এর ফলে নতুন করে এই স্টুডিয়োটি ব্যবহৃত হবে।





