চাষের জন্য ডায়মন্ড হারবার থেকে খালে জল সরবরাহ করা হয়। সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হত। কোনও কোনও জায়গায় খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ, রয়েছে অবৈধ নির্মাণ। ফলে জলের সমস্যা লেগেই থাকত।
advertisement
মূলত এই সেচখাল দিয়ে ডায়মন্ড হারবার থেকে মগরাহাট, মন্দিরবাজার হয়ে মথুরাপুর ১ এবং ২ নং ব্লকে জল প্রবেশ করে। সেই জন্য সেচখালে জল থাকা খুবই জরুরি। এই সমস্যা সমাধানে সম্প্রতি একাধিক জায়গায় খাল সংস্কার করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও চাষিরা এই ঘোষণায় এখনও ঠিক মতো ভরসা পাচ্ছেন না। তাঁদের দাবি, বেশ কয়েক বছর জল পাওয়া যায়নি। ফলে খুব সমস্যা হয়েছে। চাষ বন্ধ করে দিতে হয়েছিল। এই বছর জল কমতে বসেছে। যদিও খালগুলি সংস্কার করা হয়েছে। তবে খাল সংস্কার করায় স্থানীয়রা কিছুটা হলেও খুশি। এবার সত্যি সত্যিই এভাবে জল এলে সুন্দরবন এলাকায় চাষের ক্ষেত্রে বিপ্লব দেখা দেবে।





