Purulia News: শীত শেষে জঙ্গলমহল ছাড়ছেন শিউলিরা, খেজুর রসের স্মৃতি বুকে নিজের ঠিকানায় ফেরার স্বস্তি, অপেক্ষায় প্রিয়জনরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia News: শীতের সঙ্গে জঙ্গলমহল থেকে হাসিমুখে বিদায় নিচ্ছেন শিউলিরা। দীর্ঘ ছয় মাসের সংগ্রাম, পরিশ্রম আর জঙ্গলের স্মৃতি সঙ্গে নিয়ে আবার নিজেদের মানুষের কাছে ফিরছেন শিউলিরা। নতুন আশায়, আগামী শীতের অপেক্ষায়।
পুরুলিয়া, শান্তনু দাস: শীত বিদায় নিতেই জঙ্গলমহল থেকে হাসিমুখে বিদায় নিচ্ছেন শিউলিরা। পুরুলিয়া-সহ জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে শীত নামলেই খেজুর রস সংগ্রহের কাজে ভিনজেলা থেকে জঙ্গলের পথে পাড়ি দেন তাঁরা। আর শীতের শেষলগ্নে শুরু হয় তাঁদের ঘরে ফেরার প্রস্তুতি।
প্রায় ছয় মাসেরও বেশি সময় গভীর জঙ্গলের মধ্যেই কাটে তাঁদের জীবন। এবারের শীত তাঁদের কাছে কতটা সুখের ছিল, অন্যান্য বছরের তুলনায় কেমন লাভ-লোকসান হয়েছে, সেই সব অভিজ্ঞতা ঝুলির মধ্যে নিয়ে তাঁরা ফিরছেন বাড়ির পথে।
আরও পড়ুনঃ শূন্য থেকে শিখরে! আনন্দপুরে ভস্মীভূত গোডাউনের মালিক গঙ্গাধর দাসের উত্থানের কাহিনি জানেন, গ্রামের ‘মসিহা’র মুক্তির অপেক্ষায় খেজুরি
কুয়াশা ভেজা ভোর, হিমেল হাওয়া আর জঙ্গলের নিস্তব্ধতার মধ্যেই দিনের পর দিন চলেছে তাঁদের কঠোর পরিশ্রম। ভোরের অন্ধকারে খেজুর গাছে উঠে রস সংগ্রহ, তারপর সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় গুড়, এই নিয়মেই কেটেছে একের পর এক দিন। প্রতিকূল পরিবেশ, শারীরিক পরিশ্রম আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই এগিয়েছেন তাঁরা। তবে এবছর দীর্ঘ সময় জঙ্গলে কাটালেও শীত তাঁদের মুখে এনে দিয়েছে খানিকটা স্বস্তির হাসি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ার বুকে রাজস্থানের ছোঁয়া! প্লাস্টার অফ প্যারিসের নিখুঁত মূর্তি, উপহার কিংবা ঘর সাজানোর জন্য সেরা, দাম মাত্র ১৫০ টাকা থেকে
প্রায় ছয় মাসের বেশি সময় ধরে কাজ করার সুযোগ পাওয়ায় তুলনামূলকভাবে লাভও হয়েছে ভাল। সেই সন্তুষ্টিই এখন ফুটে উঠছে তাঁদের চোখেমুখে। শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তাই শুরু হয়েছে তাঁদের ঘরে ফেরার তোড়জোড়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ ছয় মাসের সংগ্রাম, পরিশ্রম আর জঙ্গলের স্মৃতি সঙ্গে নিয়ে আবার নিজেদের গ্রামে, নিজেদের মানুষের কাছে ফিরে যাচ্ছেন শিউলিরা। নতুন আশায়, আগামী শীতের অপেক্ষায়।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 30, 2026 1:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: শীত শেষে জঙ্গলমহল ছাড়ছেন শিউলিরা, খেজুর রসের স্মৃতি বুকে নিজের ঠিকানায় ফেরার স্বস্তি, অপেক্ষায় প্রিয়জনরা










