এগুলির ওপরেই আসল টাকার মত বিভিন্ন ধরনের নোট ছাপা হত। ওই জাল নোট তৈরির কারখানায় হানা দিয়ে এস টি এফ ৮৪ টি জেল ১০০ টাকার নোট ১৪ টি জাল ২০০ টাকার নোট, ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর পাশাপাশি ১০০ দুশো এবং ৫০ টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয়। নটি সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই জাল নোট তৈরির কারখানা চালান এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজনকে গ্রেফতার করেছে এস ডি এফ। ধৃতরা হলেন অলোক নাগ ,অয়ন নাগ ও শ্যামবাবু পাসোওয়ান।
advertisement
আরও পড়ুন: ঢাকার বহুতলে ভয়াবহ আগুন! মৃত্যু অন্তত ৬ জনের, বাদ গেল না একরত্তি শিশুও
ধৃতদের মধ্যে অলোক নাগ এবং অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানায় এলাকার সোনারপুরে। অপরদিকে শ্যামবাবু পাসওয়ার্ডের বাড়ি খড়দা থানা এলাকার টিটাগড়ে । ধৃতদের কাছ থেকে এস টি এফ এর অফিসাররা মোট ৯২০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এরমধ্যে ৫০০ টাকার নোট ১৪ টি ২০০ টাকার নোট দশটি ১০০ টাকার নোট দুটি রয়েছে।
এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের ২৮ জানুয়ারি পর্যন্ত এস টি এফ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।






