TRENDING:

South 24 Parganas News: নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান! আটক বিপুল পরিমাণ জাল নোট

Last Updated:

South 24 Parganas News: টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও ২০০ টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর ,সুমন সাহা: সোনারপুরের রাজপুর এলাকায় ধরা পরল জাল নোট তৈরির কারখানা। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানায় এলাকায় রামকৃষ্ণ পল্লী তেঘরিয়া দশনি পাড়াতে জাল নোট তৈরির কারখানা খোলা হয়েছিল একটি বাড়ির একতলায় ঘর ভাড়া নিয়ে। সেখান থেকে তিনটি কালার স্ক্যানার প্রিন্টার আটক করে এস টিএফ। ১০০ টাকার নকল নোট তৈরির দুটি পেজ সহ তিনটি ১০০ টাকার নোটো তৈরির সাদা পেজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ৫০০ টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও ২০০ টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।
উদ্ধার জাল নোট
উদ্ধার জাল নোট
advertisement

এগুলির ওপরেই আসল টাকার মত বিভিন্ন ধরনের নোট ছাপা হত। ওই জাল নোট তৈরির কারখানায় হানা দিয়ে এস টি এফ ৮৪ টি জেল ১০০ টাকার নোট ১৪ টি জাল ২০০ টাকার নোট, ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর পাশাপাশি ১০০ দুশো এবং ৫০ টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয়। নটি সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই জাল নোট তৈরির কারখানা চালান এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজনকে গ্রেফতার করেছে এস ডি এফ। ধৃতরা হলেন অলোক নাগ ,অয়ন নাগ ও শ্যামবাবু পাসোওয়ান।

advertisement

আরও পড়ুন: ঢাকার বহুতলে ভয়াবহ আগুন! মৃত্যু অন্তত ৬ জনের, বাদ গেল না একরত্তি শিশুও

ধৃতদের মধ্যে অলোক নাগ এবং অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানায় এলাকার সোনারপুরে। অপরদিকে শ্যামবাবু পাসওয়ার্ডের বাড়ি খড়দা থানা এলাকার টিটাগড়ে । ধৃতদের কাছ থেকে এস টি এফ এর অফিসাররা মোট ৯২০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এরমধ্যে ৫০০ টাকার নোট ১৪ টি ২০০ টাকার নোট দশটি ১০০ টাকার নোট দুটি রয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের ২৮ জানুয়ারি পর্যন্ত এস টি এফ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান! আটক বিপুল পরিমাণ জাল নোট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল