East Bardhaman News: শসা ক্ষেত থেকে উদ্ধার যুবকের অর্ধনগ্ন দেহ, জামালপুরের কাণ্ডে ঘনাচ্ছে রহস্য
- Reported by:SAYANI SARKAR
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শশা ক্ষেত থেকে উদ্ধার যুবকের দেহ, কে এই যুবক ? কোথা থেকেই বা এল তার দেহ ? ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুরে।
জামালপুর,সায়নী সরকার: শসা ক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধনগ্ন দেহ ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরের মহিন্দর এলাকায়।
শুক্রবার সকালে জামালপুরের মহিন্দর এলাকার একটি শসা ক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা, তারাই খবর দেন জামালপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কীভাবে মৃত্যু? শসা ক্ষেতের পাশেই বা দেহ এল কীভাবে? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে শসা খেতে শসা তোলার কাজ করার সময় হঠাৎই চাষুরা দেখতে পান জমির একটি অংশে গাছপালা উপড়ানো অবস্থায় রয়েছে। কাছে গিয়ে দেখেন, অর্ধনগ্ন অবস্থায় এক যুবকের দেহ পড়ে রয়েছে। স্থানীয়দের অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে এসে জমিতে ফেলে দিয়ে গিয়েছে। যুবকের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয়দের। এর পর স্থানীয়রাই খবর দেয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
advertisement
Location :
Barddhaman,West Bengal
First Published :
Jan 16, 2026 4:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: শসা ক্ষেত থেকে উদ্ধার যুবকের অর্ধনগ্ন দেহ, জামালপুরের কাণ্ডে ঘনাচ্ছে রহস্য









